'পুরনো দিন ফিরে আসুক'

ছবি:

বাংলাদেশের শেষ টি-টুয়েন্টি জয় এসেছে গত বছর, ২০১৭ সালে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে। এক বছরে ছোট ফরম্যাটের ক্রিকেটে একটি জয়ও পায়নি বাংলাদেশ।
এবার সেই শ্রীলঙ্কাতেই টি-টুয়েন্টির ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে এক বছর আগের বাংলাদেশের সাথে এই বাংলাদেশকে মেলানো দুষ্কর।
সেই সুসময়ে ফিরে যাওয়াই এখন নতুন প্রধান কোচ কোর্টনি ওয়ালশের মিশন। মাশরাফির নেতৃত্বে আসা সেই শেষ টি-টুয়েন্টি জয়ের মানসিকতা ফিরিয়ে আনতে চান তিনি।

ওয়ালশ শনিবার মিরপুরে সাংবাদিকদের কাছে বলছিলেন, 'আমরা এই সংস্করণে (টি-টুয়েন্টি) খুব একটা ভালো করছি না। আমরা গত বছর শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি ম্যাচ জিতেছিলাম। আমার স্পষ্ট মনে আছে ওইটা ছিল মাশরাফীর শেষ ম্যাচ। তাই আমরা সেই ম্যাচটার মত আবার পুনরুজ্জীবিত হতে চাই।
আর ওই ম্যাচে কি ভালো করেছিলাম সে দিকে নজর দিতে চাই। তবে মানসম্পন্ন দলগুলোর বিপক্ষে এটা করা খুব চ্যালেঞ্জিং হবে। সেখানে তিনটি দারুণ দল রয়েছে। আমার চিন্তায় নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করবে তারাই সাফল্য পাবে।'
আপাতত ম্যাচ প্রতি পরিকল্পনা বাস্তবায়নই ওয়ালশের প্রাথমিক লক্ষ্য। বাড়তি চাপ নয়, খেলা উপভোগ করার মাঝেই সাফল্য দেখচেন এই ক্যারিবিয়ান কিংবদন্তী। 'আমাদের একটা একটা করে ম্যাচ খেলতে চাই।
আমি তাদের বলেছি সেখানে যাবে, নিজেদের তুলে ধরবে এবং খেলাটা উপভোগ করবে। আমাদের অবশ্যই পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে হবে যতটা পারা যায়। অতিরিক্ত চাপ নিয়ে ম্যাচ খেলতে যাওয়ার কোন মানে হয় না। আমাদের উদ্দেশ্যটা মনে রেখে খেলাটা উপভোগ করতে হবে, রিলাক্স থাকতে হবে। আমি চাই তারা যেন বাংলাদেশের হয়ে খেলে গর্ব বোধ করে।'