শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে শান্তরা

ছবি:

বাংলাদেশ 'এ' দলের সামনে ব্যস্ত সময় অপেক্ষা করছে। ২০১৭ সালের শেষের দিকে আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে একটি আনঅফিসিয়াল টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলেছিল নাজমুল হাসান শান্তর 'এ' দল।
এরপর বিপিএল, এনসিএলের পর চলমান ডিপিএলের ব্যস্ততায় 'এ' দলের সিরিজ আয়োজন করা হয়নি। তবে চলতি মৌসুমেই ব্যস্ত হতে পড়বে বাংলাদেশ 'এ' দল। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বছরেই তিনটি সিরিজ হবে বাংলাদেশ 'এ' দলের। 'এটা ফিক্স হয়নি। কিন্তু 'এ' টিমের তিনটা ট্যুর হচ্ছে। সেটা আপনার শ্রীলঙ্কা আসবে, বাংলাদেশ দল আয়ারল্যান্ড যাবে তারপর আবার ওয়েস্ট ইন্ডিজ আসবে।,' বলেছেন আকরাম খান।
ক্রিকেটারদের জন্য এই সিরিজগুলোকে পারফর্ম করার ভালো সুযোগ হিসেবে দেখছেন তিনি। 'এবার যেহেতু টপ ক্লাস তিনটা এ টিমের সাথে খেলবে আমার মনে হয় এখানে প্লেয়ারদের জন্য ভাল একটা সুযো্গ। যদি এখানে পারফরম্যান্স করতে এটা ওদের জন্য ভাল দেশের জন্যও ভাল।'
সিরিজ তিনটির সূচি নির্ধারণ হয় নি। আকরাম খান অবশ্য সম্ভাব্য সময় সূচি জানিয়েছেন। তার ভাষায়, 'এপ্রিলের দিকে আসবে শ্রীলঙ্কা, আমরা জুনে যাচ্ছি। তারপর আমরা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি।'