ফের টি-টুয়েন্টিতে ইমরুল?

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের ছিলেন না বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। টেস্ট সিরিজে থাকলেও দুই টেস্টের চার ইনিংসেই ব্যর্থ হয়েছেন তিনি।
আর ছোট ফরম্যাটের ক্রিকেটে বাজে রেকর্ড থাকার পর ইমরুলকে স্কোয়াডে রেখেই নিদাহাস ট্রফির দল ঘোষণা করেছে নির্বাচকরা। যদিও ঢাকা প্রিমিয়ার লীগে গাজী গ্রুপের হয়ে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছেন ইমরুল।

কিন্তু টি-টুয়েন্টিতে ১৪ ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করা ইমরুলের ব্যাটিং দশের নিচে! নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কারন ব্যাখ্যায় বলছেন, 'ইমরুল কায়েসের অন্তর্ভুক্তি তৃতীয় ওপেনার হিসেবে।
আমরা চাচ্ছি, যারা ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ভালো ব্যাটিং করতে পারে, যেহেতু ও টেস্টে ওপেন করে। শ্রীলঙ্কার কন্ডিশনে পেসারদের আধিক্য থাকবে। ইন্ডিয়াও অনেক পেসার নিয়ে খেলে। ওই সব চিন্তা করেই তৃতীয় ওপেনার হিসেবে ওকে নেয়া।'