'আশা' থেকে সাব্বিরের ফেরা

ছবি:

ফর্ম বিচারে নিদাহাস ট্রফির স্কোয়াডে সাব্বির রহমানের নাম দেখলে যে কেউই অবাক হবেন। কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বিদেশের মাটিতে সাব্বিরের খেলার অভিজ্ঞতাকে প্রাধান্য দিচ্ছেন।
তিন ফরম্যাটের ক্রিকেটেই রান খরায় থাকা সাব্বির বর্তমানে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছেন। ছোট ফরম্যাটের এই প্রতিযোগিতায় সুযোগ পেলে নিজেকে ফিরে পাবেন সাব্বির, এমন আশা নান্নুর।

'গত এক বছরে ওর টি-টোয়েন্টি রেকর্ডে দেখবেন, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ওর। সেই হিসেবে, ওর অভিজ্ঞতাও যথেষ্ট। আর যেহেতু বিদেশে খেলা, অভিজ্ঞ দলের বিপক্ষে খেলা, ভারত আছে; এ জন্যই ওকে নেয়া। ও পিএসএল খেলতে গেছে, আশা করি সেখানে ফর্মে ফিরবে।'
জানিয়ে রাখা ভালো, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৮টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন সাব্বির রহমান। ১২০ স্ট্রাইক রেট ও ১৭ গড়ে সাব্বিরের ব্যাট থেকে এসেছে ১৪২ রান, সর্বোচ্চ ৪৮ রান।
এছাড়া তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে শেষ ১৫ ইনিংসটি একবারও অর্ধশত রান স্পর্শ করতে পারেনি সাব্বির রহমান। টানা ব্যর্থতার পরও নির্বাচকরা সাব্বিরে আস্থা রাখছেন। এবার সাব্বির আস্থার প্রতিদান দিতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।