'দল ফাইট করবেই'

ছবি:

ছোট ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড খুব একটা সুখকর নয়। গত বছর মার্চে শ্রীলঙ্কা সফর মাশরাফির বিদায়ী ম্যাচে সর্বশেষ টি-টুয়েন্টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
আর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিরজে হোয়াইটওয়াশের স্মৃতি তো এখনো তরতাজা। টি-টুয়েন্টির এই বাস্তবতা গুলো বেশ ভালোই জানা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর।
তবে টি-টুয়েন্টি নামক বিপদ থেকে রাতারাতি মুক্ত পাওয়ার আশা করছেন না তিনি। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য ধরা দেয়, তাই তো ২০২০ বিশ্বকাপে চোখ রেখেই প্রতিটি পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট কর্তারা।

'টি-টোয়েন্টি ফরম্যাটে কিন্তু আমাদের পারফরম্যান্স এখনো খুব ভালো নয়। সে হিসেবে আপনাকে যেটা বললাম যে, বিশ্বকাপ নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। এখন আমরা যদি ১৮ জনের একট পুল রেডি করে ফেলতে পারি, সেটা আমাদের জন্য ভালো হবে।,' বলেছেন নান্নু।
আসন্ন নিদাহাস ট্রফিকেও অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের রোডম্যাপের মধ্যেই পড়ছে। আর শ্রীলঙ্কা ও ভারতের সাথে এই টুর্নামেন্টে বাংলাদেশ লড়াই করবে, এমন বিশ্বাস রাখেন নান্নু।
আত্মবিশ্বাস নিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, 'আমি হোপফুল। আশা করি এই দলটা ভালো করবে। আমরা ফাইট করার জন্যই দল রেডি করেছি।'
বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন অপু, আরিফুল হক, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।