অপেক্ষা দীর্ঘায়িত হতে যাচ্ছে?

ছবি:

সাকিব আল হাসানের হাতের ইনজুরি নিয়ে কৌতূহলের শেষ নেই। আসন্ন নিদাহাস ট্রফিতে সাকিবকে অধিনায়ক করে দল ঘোষণা করা হলেও আঙ্গুলের ইনজুরি সারতে কত সময় লাগবে সেটা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
তবে আরও এক সপ্তাহ সময় থাকায় এখনই আশা হারাচ্ছে না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার ভাষায়, 'আরো এক সপ্তাহ আছে। আশা করছি ও শিগগিরই খেলার মতো অবস্থায় ফিরবে।'

নাজমুল হাসান পাপন, বোর্ড প্রেসিডেন্ট সাকিবের ইনজুরি নিয়ে অবশ্য খুব বেশি আত্মবিশ্বাস নিয়ে কথা বলেননি। উল্টো শঙ্কার কথা শোনালেন বিসিবি চিফ।
নিদাহাস ট্রফির শুরুর দিকের কয়েকটি ম্যাচে নাও খেলতে পারেন সাকিব। নাজমুল হাসান বলেছেন, 'সাকিবের বল করতে কোন সমস্যা নেই। ব্যাটিংয়ে একটু সমস্যা আছে। সবচেয়ে আদর্শ হবে যদি তাকে আরও ৮-১০ দিন বিশ্রামে রাখা যায়। ওর কিন্তু এমনিতে কোন সমস্যা নাই।
একটু ফুলে যাচ্ছে। (আঙুল)। সো সাকিবকে নিয়ে তাই আমরা রিস্ক নিতে পারি না। সাকিবের সাথেও আমরা বসেছিলাম। আল্টিমেটলি আমরা ১৫ জনের জায়গায় ১৬ জনের একটা স্কোয়াড দিয়ে দিচ্ছি। আমাদের বদ্ধমূল ধারণা সে খেলবে কিন্তু এমনও হতে পারে যে একটু-দুটো ম্যাচ নাও খেলতে পারে। সেক্ষেত্র ব্যবস্থা নিয়ে রেখেছি।'