রিয়াদ বিহীন কোয়েটার হার

ছবি:

মাঝারি পুঁজি নিয়েও জিতল করাচী কিংস। টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ বিহীন কোয়েটার বিপক্ষে পিএসএলের ম্যাচে ১৯ রানে জিতেছে করাচী। আগে ব্যাট করে কোয়েটার দেয়া ১৫০ রানে তাড়া করতে নেমে ১৩০ রানে থামে সরফরাজদের ইনিংস।
ব্যাটসম্যানদের ব্যর্থতাই কোয়েটার কাল হয়ে দাঁড়িয়েছে। একমাত্র উমর আমিন ছাড়া টপ অর্ডারে দুই অংকের ঘরে যেতে পারেনি কেউই। আসাদ শফিক, শেন ওয়াটসনের পর ব্যর্থ হয়েছেন পিটারসনও।
উমর ৩১ রান করে আউট হয়েছে। শেষের দিকে মোহাম্মদ নেওয়াজ ২০ বলে ৩০ রান যোগ করে আশা জাগালেও করাচীর বোলিংয়ের কাছে টিকতে পারেননি তিনি। করাচী কিংসের হয়ে প্রায় সবাই উইকেটের দেখা পেয়েছেন।

ইমাদ ওয়াসিম ও টাইমাল মিলস দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া আমির, আফ্রিদি ও ইরফান একটি করে উইকেট নিয়েছেন। এর আগে অবশ্য আগে ব্যাট করা করাচীকে অল্পতে রানে আটকাতে সক্ষম হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে শহিদ আফ্রিদির দল করাচীকে ১৪৯/৯ রানে থামায় সরফরাজের দল। করাচীর হয়ে সর্বোচ্চ ৪১ রান আসে কলিন ইনগ্রামের ব্যাট থেকে। ওপেনার খুররাম মঞ্জুর ৩৫ রান যোগ করে আউট হন।
মিডেল ওভারে ২৪ রান যোগ করে রবি বোপারা। তবে ব্যর্থ হয়েছেন ইমাদ ওয়াসিম ও শহিদ আফ্রিদিরা। শেষের দিকে দলকে বড় রান এনে দিতে ব্যর্থ হয় এই দুই পাক হার্ড হিটার। জফরা আর্চার ও শেন ওয়াটসনের বোলিংয়ে দ্রুত ভেঙ্গে পড়ে করাচীর লোয়ার অর্ডার।
কোয়েটার হয়ে সফল বোলার ছিলেন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। চার ওভারে মাত্র ২২ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। দুইটি করে উইকেট নিয়েছেন আনোয়ার আলি ও জফরা আর্চার।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সঃ রাইলি রুশো, উমর আমিন, কেভিন পিটারসেন, আসাদ শফিক, শেন ওয়াটসন, সরফরাজ আহমেদ, মোহাম্মদ নওয়াজ, জফ্রা আর্চার, আনোয়ার আলী, হাসান খান মোহাম্মদ, রাহাত আলী।