'ভারতের পর দ্বিতীয় ফেভারিট বাংলাদেশ'

ছবি:

আসন্ন নিদাহাস ট্রফিতে ভারতের পর ফেভারিট দল হিসেবে বাংলাদেশকেই বেঁছে নিচ্ছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। টাইমস অব ইন্ডিয়ার সাক্ষাৎকারে ভারতের আসন্ন চ্যালেঞ্জ নিয়ে বিশ্লেষণে এমন মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের জন্য নিদাহাস ট্রফি বিশ্বকে চমকে দেয়ার মঞ্চ হিসেবে দেখছেন ভারতের হয়ে ৩৭ টেস্ট খেলা এই ক্রিকেট পণ্ডিত। বাংলাদেশ দলের ক্রিকেটারদের মানসিকতা ও ফিটনেসের প্রশংসা করে তিনি বলেছেন,
‘নিদাহাস ট্রফি দিয়ে বাংলাদেশের আরেকবার সুযোগ এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ক্রিকেট দর্শক- ভারতের সামনে নিজেদের সামর্থ্য তুলে ধরার। গত কয়েক বছরে বাংলাদেশ ধীরে ধীরে শক্তিশালী দলে পরিণত হয়েছে, তাদের খেলোয়াড়রা মানসিকভাবে যেমন উন্নতি করেছে, তেমনি ফিটনেস, বিশেষ করে নিজেদের প্রতি আত্মবিশ্বাসী হয়েছে।’

তবে বিদেশের মাটিতে টাইগারদের প্রমানের আছেন অনেক কিছু। এই দিক থেকে ভারতের সাথে বাংলাদেশের সাদৃশ্য খুঁজে পান তিনি। বাংলাদেশের মত ভারতও বিদেশের মাটিতে নিয়মিত ভালো করার দিক থেকে পিছিয়ে আছে।
সঞ্জয়ের মত, ‘বিদেশের মাটিতে ছাপ ফেলতে আরও অনেকটা পথ যেতে হবে তাদের, এই জায়গায় ভারতের সঙ্গে তাদের খুব বেশি পার্থক্য নেই। এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে আমি দ্বিতীয় শক্তিশালী দল হিসেবে দেখছি।’
নিদাহাস ট্রফিতে বাংলাদেশের মূল শক্তি চিন্তা করলে সাকিব, মুস্তাফিজ ও তামিমকে দেখতে পান সঞ্জয়। ‘সাকিব ও মুস্তাফিজ তাদের বিশ্বমানের দু'জন খেলোয়াড়, যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাছাড়া শুধু তারাই নন, এমনকি নিজের ছন্দে থাকলে তামিম ইকবালও হতে পারেন একেবারে অন্যরকম।’