অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দলটি দারুণঃ চান্দিমাল

ছবি:

ত্রিদেশীয় সিরিজ দিয়েই ২০১৮ সাল শুরু করেছিলো লঙ্কানরা। আর সিরিজের প্রথম দুই ম্যাচে হারার পরে পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। একে একে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট সিরিজ এবং টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে তারা।
লঙ্কান দলের অধিনায়ক দিনেশ চান্দিমাল তাই স্বভাবতই আবেগী হয়ে গিয়েছিলেন ম্যাচ শেষ হওয়ার পরে পুরস্কার বিতরণীতে। টি-টুয়েন্টির আসর সেরা কুশল মেন্ডিসসহ দলের বাকিদের নিয়ে গর্ব করে তিনি জানান,
"এটা আসলে অনিশ্চিত বিষয় ছিল। পেরেরাও ইনজুরিতে পড়লো, মেন্ডিসও দলে ঢুকলো। যাইহোক, মেন্ডিস দারুণ খেলেছে। তার প্রতি এটাই আশা ছিল, ইনিংস টেনে নিয়ে যাওয়া। দল হিসেবে সিরিজটি দারুণ ছিল।

"প্রথম দুই ওয়ানডেতে বাজেভাবে হেরেছিলাম আমরা। তারপর আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। তাই ফলাফলও আমাদের পক্ষে এসেছে। ২০১৭ সাল খারাপ ছিল, ২০১৮ সালের সূচনা দারুণ হয়েছে। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে আমাদের দলটি দারুণ।"
এদিকে কুশল পেরেরা ইনজুরিতে পরায় দলে ডাক পেয়েছিলেন মেন্ডিস। ফিরেই বাজিমাত করেছেন তিনি। চান্দিমাল মাইক্রোফোনে কথা বলার আগে মেন্ডিস রসিকতা করে বলছিলেন,
"যদিও ওয়ানডেতে আমি সব মিলিয়ে মাত্র ৮৩ রান করেছিলাম, টি-টুয়েন্টিতে জায়গা পাওয়া কঠিন ছিল। আমি কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করেছি। দলের বোলার বা ব্যাটসম্যানরাও দারুণ পরিশ্রম করেছে।
"তারা তাদের পরিকল্পনা সফল করেছে। দলের হয়ে ম্যাচটি জিততে পেরে অবশ্যই দারুণ লাগছে। আমি নিশ্চিত না, পেরেরা আবারো দলে ফিরতে পারবে কিনা...(হাসি); মজা করছিলাম, আমি জানি সে ফিরবে।"