মোহামেডানকে একাই হারিয়ে দিলেন কাপালি

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বুধবার শক্তিশালী মোহামেডানের বিপক্ষে পাঁচ উইকেটের জয় তুলে নেয় দলটি।
এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান যোগ করেছিলো মোহামেডান। দলের পক্ষে শামসুর রহমান শুভ সর্বোচ্চ ৮৪ রান করেন।
এছাড়াও বিদেশী রিক্রুট পাকিস্তানী ওপেনার সালমান বাট করেন ৬২ রান। ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অলোক কাপালির দুর্দান্ত ইনিংসে ৫ উইকেটের জয় তুলে নেয় ব্রাদার্স।
৯১ বলে ৯৫ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কাপালি। এছাড়াও জন সিমসন করেন ৩৯ রান। তবে ম্যাচ জিতলেও শুরুতে মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় চাপে পড়ে ব্রাদার্স ইউনিয়ন।
এবাদত ও শুভাশিষ রায়ের বোলিংয়ে মিজানুর ও জুনায়েদ সিদ্দিকি দ্রুত আউট হয়ে ফিরে যান। আরেক পেসার কাজি অনিক ফেরান তিন নম্বর ব্যাটসম্যান ইয়াসির আলিকে। ৫১ রানের ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ব্রাদার্স।

সেখান থেকে ইংলিশম্যান জন সিম্পসনের সাথে জুটি গড়েন অভিজ্ঞ অলক কাপালি। সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে ব্রাদার্সকে সঠিক পথে ফেরান অলক কাপালি। বলের সাথে পাল্লা দিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি।
কিন্তু ৩৪তম ওভারে সিম্পসনকে ব্যক্তিগত ৩৯ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এবাদত। ৩৯তম ওভারে ফের আঘাত হানে মোহামেডান। কাজি অনিক এক অঙ্কের ঘরের বেঁধে ফেলেন মাইশুকুরকে।
চাপের মুখে সোহরাওয়ার্দী শুভকে সাথে নিয়ে একাই লড়ে যান কাপালি। শেষ পর্যন্ত ৯৫ রানে অপরাজিত থেকে ১৮ বল হাতে রেখে দলকে জয় এনে দেন এই ডানহাতি ব্যাটসম্যান।
ব্রাদার্স ইউনিয়নঃ
অলোক কাপালি, মোঃ জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, মোঃ মাশেখুর রহমান, নিহাদুজ্জামান, ইয়াসির আলী রাব্বী, খালেদ আহমেদ, মোঃ সোহরাওয়ার্দী শুভ, ইফতেখান সাজ্জাদ রনি, মেহেদি হাসান রানা, জন সিম্পসন।
মোহামেডানঃ
রাকিবুল হাসান জুনিয়র, শামসুর রহমান শুভ, রনি তালুকদার, শুভাশীষ রায় চৌধুরী, ইরফান শুক্কুর, ইবেদাত হোসেন চৌধুরী, সাঈদ সরকার, কাজী আনিক ইসলাম, বিশ্বনাথ হাওলদার, সালমান বাট, আনামুল হক।