পুরো সফর থেকেই ছিটকে পড়লেন ম্যাথিউস

আন্তর্জাতিক
পুরো সফর থেকেই ছিটকে পড়লেন ম্যাথিউস
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়তে হয়েছিলো শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। এরপর চট্টগ্রাম টেস্টেও মাঠে নামা হয়নি তাঁর।

এবার জানা গেলও ঢাকার মাঠে অনুষ্ঠিতব্য সিরিজের শেষ টেস্টেও থাকছেন না এই লঙ্কান অলরাউন্ডার। লঙ্কান টিম ম্যানেজমেন্ট সুত্র মতে ম্যাথিউসের ইনজুরি থেকে সেরে উঠতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে।  
 

এর আগে শোনা গিয়েছিলো টেস্ট সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে ম্যাথিউসের। কিন্তু দলের একটি সুত্র নিশ্চিত করেছে শুধু এই টেস্টেই নয়, ম্যাথিউস ছিটকে পড়তে পারেন আগামী মাসের ৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া নিদাহাস ত্রিদেশীয় টি টোয়েন্টি ট্রফি থেকেও। 

বাংলাদেশের এই সফরটি নিয়ে টানা তিনটি সফরে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে পড়তে হলো ম্যাথিউসকে। গত বছর দক্ষিন আফ্রিকা এবং ভারত সফরেও একই পরিণতি বরণ করে নিতে হয়েছিলো তাঁকে। ২০১৬ সালে পায়ের ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর থেকেও বাদ পরেন তিনি। 

উল্লেখ্য ম্যাথিউসের পরিবর্তে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেছিলেন লঙ্কানদের টেস্ট দলপতি দীনেশ চান্ডিমাল। অপরদিকে টাইগারদের বিপক্ষে টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে অলরাউন্ডার থিসারা পেরেরার ওপর আস্থা রাখতে পারে লঙ্কান বাহিনী। 

সুত্র- ইএসপিএন ক্রিক ইনফো 

আরো পড়ুন: this topic