জয় দিয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

ছবি:

সিডনিতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এদিন কিউইদের সাত উইকেটে হারায় অজিরা।
ম্যাচের শুরুতে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অজি দলপতি ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ব্ল্যাক ক্যাপ্সদের।
ব্যাট করতে নেমে পেসার বিলি স্ট্যানলেকের বোলিং তোপে পড়ে কিউইদের টপ অর্ডার। স্কোরবোর্ডে ১৬ রান যোগ করতেই উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে সফরকারীরা।
এরপর অধিনায়ক উইলয়ামসন এবং রস টেইলর মিলে হাল ধরলেও কিউই অধিনায়ককে দলীয় ৩৪ রানে বিদায় করেন পেসার আন্ড্রু টাই। উইলিয়ামসনকে ফিরিয়েই থেমে যাননি তিনি।

তুলে নিয়েছেন আরও তিনজন কিউই ব্যাটসম্যানের উইকেট। টাইয়ের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১৭ রান স্কোরবোর্ডে তুলে সফরকারী দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। অজিদের মধ্যে টাই ২৩ রান দিয়ে ৪টি এবং বিলি স্ট্যানলেকে ৩টি উইকেট শিকার করেন।
অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামার আগে অবশ্য ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৫ ওভারে নিয়ে আসেন আম্পায়াররা। অজিদের লক্ষ্য দাঁড়ায় ৯৫ রান।
সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ রানের মধ্যে অধিনায়ক ওয়ার্নার এবং আরেক ওপেনার আর্চি শর্টকে হারালেও অভিজ্ঞ ক্রিস লিন এবং গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে রান তুলতে থাকে অজিরা।
লিন ৩৩ বলে ৪৪ রান করে ফিরলেও ম্যাক্সওয়েলের অপরাজিত ২৪ বলে ৪০ রানের উপর ভর করে ২১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
আরেক ব্যাটসম্যান উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি অপরাজিত থাকেন ০ রানে। কিউইদের পক্ষে টিম সাউদি ২টি এবং ট্রেন্ট বোল্ট শিকার করেন ১টি উইকেট।