promotional_ad

ডাবল সেঞ্চুরির আক্ষেপ নেই মমিনুলের

promotional_ad

ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা অধরাই থেকে গেল টাইগার ব্যাটসম্যান মমিনুল হকের। তারপরও নিজের ইনিংসটি নিয়ে দারুণ সন্তুষ্ট তিনি। কারণ  লঙ্কানদের বিপক্ষের এই ঝড়ো সেঞ্চুরি যে তাঁকে অন্যরকম এক তৃপ্তি এনে দিয়েছে।


চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ব্যাট হাতে ১৭৫ রান করে অপরাজিত ছিলেন মমিনুল। দ্বিতীয় দিন মাত্র ১ রান যোগ করেই ফিরেছেন সাজঘরে। ডাবল সেঞ্চুরির এতো কাছে এসেও তা করতে না পাড়ায় কোন আক্ষেপ না থাকলেও, আরেকটি সেশন খেলার আফসোস করছেন তিনি।


এই প্রসঙ্গে মমিনুল বলেন, ‘অবশ্যই সন্তুষ্ট। আপনি যখনই একটা বড় ইনিংস খেলবেন... আমি যদি বলি আমি সন্তুষ্ট না তাহলে ভুল বলা হবে। আমি যতটুকু খেলেছি আমার কাছে ভালো লেগেছে। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, হয়তো আরেকটা সেশন খেলতে পারলে ভালো লাগত।'


promotional_ad

ডাবল সেঞ্চুরির জন্য আফসোস নেই আগেই জানিয়েছেন মমিনুল। তবে দলের রান কিছুটা কম হওয়ায় খারাপ লাগছে তার। আর একটা সেশন ব্যাট করতে পারলে নিজের ডাবলের পাশাপাশি দলের স্কোর ৬০০ ছাড়াতো বলে মনে করেন এই টাইগার ব্যাটসম্যান।


মমিনুলের ভাষ্যমতে,  ‘আমার মনে হয় আমার আউটই ঝামেলা ছিল। এসব উইকেটে আপনি যখন ১৭০  করবেন সবাই আশা করবে আপনি আরও এক দুই সেশন ব্যাট করবেন। আমি যদি এক সেশন ব্যাট করতে পারতাম তাহলে ৬০০এর বেশি হয়ে যেত।’


বেশ কিছুদিন ধরেই বড় রানের দেখা পাচ্ছিলেন না মমিনুল। অবশেষে চট্টগ্রাম টেস্টে দীর্ঘ ৩ বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। দাপুটে সেঞ্চুরি দিয়ে মমিনুল নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলেই মনে হচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball