তামিম-সাকিবদের ব্যাটিং দীক্ষা দিবেন বেভান?

ছবি:

বাংলাদেশের সঙ্গে কাজ করবেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান 'দ্যা ফিনিশার’ খ্যাত মাইকেল বেভান। তামিম-সাকিবদের ব্যাটিং উপদেষ্টা হিসেবে যোগ দিবেন এই অজি।
তবে এখনই তাকে পাচ্ছেননা টাইগাররা। কারণ চলমান সিরিজে টাইগারদের ব্যাটিং উপদেষ্টার ভূমিকায় কাজ করছেন হাইপারফরম্যান্স (এইচপি) দলের কোচ সায়মন হেলমট।
বেভানের টাইগারদের সঙ্গে যোগ দেয়ার বিষয়টি বাংলা নিউজ২৪ ডট কমকে নিশ্চিত করেছে বিসিবি’র একটি নির্ভরযোগ্য সূত্র। তবে কবে থেকে তিনি বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করবেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।

এদিকে বর্তমানে হাইপারফরম্যান্স (এইচপি) দলের কোচ সায়মন হেলমট টাইগারদের ব্যাটিং উপদেষ্টা হলেও তার আগে এই দায়িত্বে ছিলেন লঙ্কান সাবেক ব্যাটসম্যান থিলান সামারাবীরা।
টাইগারদের সঙ্গে প্রায় দেড় বছর কাজ করেছেন এই লঙ্কান। কিন্তু ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর চুক্তির মেয়াদ শেষ হলে নতুন চুক্তিতে সই করেননি তিনি। বর্তমানে সামারাবিরা শ্রীলংকা দলের সঙ্গে কাজ করছেন ব্যাটিং কোচ হিসেবে।
অন্যদিকে বেভান এর আগেও বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। তবে সেটা ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসরে চিটাগং কিংসের ব্যাটিং উপদেষ্টা ছিলেন এই অজি।