তৃতীয় দিনের প্রথম সেশনকে পাখির চোখ করছেন হ্যালস্যাল

ছবি:

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের তিন সেশনই গিয়েছিল বাংলাদেশের পকেটে। সুবিধাজনক অবস্থানে থেকে দ্বিতীয় দিনে মাঠে নেমে প্রথম সেশনে হারিয়েছে তিন উইকেট।
আগের দিন সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান মমিনুল হক এদিন সাজঘরে ফিরেছেন ব্যাক্তিগত ১৭৫ রানের সাথে মাত্র ১ রান যোগ করেই। এরপর দ্বিতীয় সেশনের শুরুতে আরও ৩ উইকেট হারিয়ে ৫১৩ রানে অলআউট হয়েছে টাইগাররা।
জবাবে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও এরপর দুই তরুণ ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা এবং কুশল মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। মাত্র ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছে লঙ্কানরা।

দ্বিতীয় এবং তৃতীয় সেশন গিয়েছে তাদের ঝুড়িতেই। কিন্তু বাংলাদেশ দলের সহকারী কাম ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালস্যাল মনে করেন এখনও লঙ্কানদের চেপে ধরার সুযোগ আছে টাইগারদের সামনে।
তার মতে তৃতীয় দিন প্রথম সেশনে যে ভালো করবে সেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে। ম্যাচ শেষে ধারাভাষ্যকারদের সাথে আলাপকালে হ্যালস্যাল এমনটাই জানিয়েছেন। তিনি বলেন,
'পরের সেশনে যারা ভালো করবে তাদের দিকেই ম্যাচের মোড় নিবে। এই সেশনে শ্রীলংকা ভালো খেলেছে তাই তারা এগিয়ে আছে। পরের সেশনে আমরা ভালো করলে ম্যাচ আমাদের দিকে চলে আসবে। খুব ভালো একটা টেস্ট ম্যাচ হচ্ছে কারণ সবাই সেশন বাই সেশন খেলছে।'