'বাংলাদেশের সম্পদ মুস্তাফিজ-তাসকিনরা'

ছবি:

জিম্বাবুয়ের সাবেক পেস তারকা হিথ স্ট্রিক বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন আরও ২ বছর আগে। দায়িত্বে থাকাকালীন নিজ হাতে তিনি প্রশিক্ষণ দিয়েছেন মুস্তাফিজ-রুবেলদের।
তার আমলেই বোলিংয়ে উন্নতি করেছিলেন সে সময়ের তরুণ তাসকিন-মুস্তাফিজরা। সময়ের সাথে সাথে এখন সেই তরুণরাই অনেক পরিণত এবং উন্নত হয়ে উঠেছেন।
শিষ্যদের ছেড়ে গেলেও তাদের নিয়ে এখনও চিন্তা করেন সাবেক এই পেস বোলিং কোচ। তিনি মনে করেন এক সময় বাংলাদেশের ক্রিকেটের সম্পদ হিসেবে পরিণত হবেন মুস্তাফিজ-তাসকিনের মত তরুণরা।

সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন জিম্বাবুয়ে দলের হেড কোচ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে। দুই বছর পর বাংলাদেশে এসে কথা বলেছেন সময় টেলিভিশনের সাথে। সেখানে তিনি বাংলাদেশের পেস বোলিংকে বিশ্বমানের বলেও দাবি করেছেন। স্ট্রিক বলেন,
'বাংলাদেশের পেস অ্যাটাক বিশ্বমানের। মাশরাফি, মুস্তাফিজ, রুবেল ও তাসকিনরা এখন ম্যাচ জয়ে অবদান রাখছে নিয়মিত। বিশেষ করে মুস্তাফিজ ও তাসকিনের মধ্যে অনেক সম্ভাবনা আছে।
তাদের বয়সও কম। এদের সময় দিলে একদিন বাংলাদেশের ক্রিকেটে সম্পদে পরিণত হবে তারা। মুস্তাফিজের যেমন বৈচিত্র আছে। ঠিক তেমিন তাসকিনের উচ্চতা আর গতি সব মিলিয়ে দারুন কার্যকরী বোলার এই দুইজন।'
এদিকে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর ওয়ালশের অধীনে তেমন ভালো করতে পারেননি টাইগার বোলাররা। কিন্তু তারপরও ওয়ালশের উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন স্ট্রিক। এছাড়াও পাইপ লাইন থেকে বোলার খুঁজে বের করতে হলে বিসিবিকে কাজ করতে হবে। সাবেক এই টাইগার কোচ বলেন,
‘ব্যাপারটি এমন না পেসারা ঠিক ট্র্যাকে নেই। কোর্টনি ওয়ালশের মতো বিশ্বমানের কোচ আছে। তার ওপর আস্থা রাখতে হবে। এছাড়াও, তোমাদের বোলাররাও দারুন প্রতিভাবান। আর হ্যাঁ, পাইপ লাইনে আরো পেসার তুলে আনতে বিসিবিকে তৃণমূল পর্যায়ে বারতি নজর দিতে হবে। গতিময় পেসার খুঁজে বের করতে হবে। আমি আবারো বলছি। যাদের বাছাই করা হবে। তাদের সঠিক যত্ন নেয়ার সাথে একটু সময় দিতে হবে। দেখবে একদিন বাংলাদেশের পাইপলাইনে বিকল্প অনেক পেসার থাকবে।'