সপ্তমবারের মতো পাঁচশ রানের মাইলফলকে টাইগাররা

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে রীতিমত রানের এভারেস্টে পদার্পণ করেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। নিজেদের প্রথম ইনিংসে ৫১৩ রানের বিশাল সংগ্রহ দাঁড়া করিয়েছে স্বাগতিক টাইগাররা।
আর এই স্কোরের পেছনে অনেকাংশে অবদান ছিলো ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহর। কেননা দ্বিতীয় দিন তাঁর অপরাজিত ৮৩ রানের ইনিংসেই ৫০০ রানের কোটা পার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বলা যায় আদর্শ অধিনায়কের মতোই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
এর আগের দিন বড় স্কোরের ভিতটি অবশ্য গড়ে দিয়েছিলেন মমিনুল হক। প্রথম দিন তাঁর ১৭৫ রানের বাম্পার ইনিংসেই ৪ উইকেটে ৩৭৪ রানে দিন শেষ করেছিলো রিয়াদ বাহিনী। তাঁর পাশাপাশি দারুণ খেলেছিলেন মুশফিকুর রহিম এবং তামিম ইকবালও। তামিম ৫২ এবং মুশফিক ৯২ রান করেন।

এদিকে ৫১৩ রান করে রেকর্ডবুকেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই নিয়ে সপ্তমবারের মতো পাঁচশ ঊর্ধ্ব স্কোর গড়লো তারা। এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতেই ৬৩৮ রান সংগ্রহ করেছিলো টাইগাররা যা এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ স্কোর।
এরপর ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে ৫৫৬ রান করেছিলো স্বাগতিকরা। ২০১৪ সালে ৫০৩ রান টাইগাররা সংগ্রহ করেছিলো জিম্বাবুয়ের বিপক্ষে এই চট্টগ্রামেই। ২০১৫ এবং ২০১৭ সালেও টেস্টে পাঁচশ রানের কোটা পার করতে সক্ষম হয়েছিলো তারা।
২০১৫ পাকিস্তানের বিপক্ষে খুলনার মাটিতে ৬ উইকেটে ৫৫৫ রান করেছিলো বাংলাদেশ। এরপর গত বছর ওয়েলিংটনে ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেছিলো তৎকালীন অধিনায়ক মুশফিকুর রহিমের দল।