গামিনির ব্যাপারে মন্তব্য জানালেন পাপন

ছবি:

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের চিফ পিচ কিউরেটর গামিনি ডি সিলভার উপর অভিযোগ উঠেছে যে, তিনি নাকি ত্রিদেশীয় সিরিজের ফাইনালের উইকেট নিয়ে লঙ্কান ম্যানেজম্যান্টকে তথ্য দিয়েছেন।
শুধু তাই নয়, বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট ফাইনালে যে উইকেট চেয়েছিলো সেটাও নাকি তিনি দেননি। বরং উল্টো স্লো উইকেট তৈরি করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে তিনি বিসিবির একাডেমি ভবনে চন্ডিকা হাথুরুসিংহের সাথে দেড় ঘন্টা বৈঠক করেছেন।
তবে গামিনির বিরুদ্ধে উঠে আসা এসব অভিযোগে কান দিতে নারাজ বিসিবি চিফ নাজমুল হাসান পাপন। বরং গামিনিকে একজন পেশাদার মানুষ হিসেবে আখ্যায়িত করে ডেইলি স্টারকে তিনি বলেন,

'আমরা গামিনিকে কোনভাবেই দোষারোপ করতে পারিনা। সে একজন পেশাদার মানুষ। এটা ভুলে গেলে চলবে না তার আমলে আমরা অনেক সাফল্য পেয়েছি। সিরিজ এখনও চলছে এর বেশী কিছু বলতে চাচ্ছিনা।'
পাপন মনে করেন, উইকেটের সাথে জয় পরাজয়ের কোন সম্পর্ক নেই। একে অন্যেকে দোষ না দিয়ে ভুল শুধরে তিনি ক্রিকেটারদেরকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি আরও জানান,
'উইকেটের সাথে পরাজয়ের কোন সম্পর্কই নেই। অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে তো লাভ নেই। অন্যের উপর দোষ চাপিয়ে দেয়ার স্বভাবটা দলের মধ্যে ছিলোনা, কিন্তু হুট করে এটা দলের ভেতরে ঢুকে গিয়েছে।'
ব্যাটসম্যানদেরও সমালোচনা করেছেন বিসিবি প্রধান। বলেছেন, 'সব সময় তো আপনার মন মত উইকেট পাবেননা তাই আপনাকে উইকেট পড়তে এবং বুঝতে জানতে হবে। এতো বছর এই উইকেটে খেলেও যদি তারা বুঝতে পারে তাহলে আমার কিছু বলার নেই। একে অন্যকে দোষ না দিয়ে নিজেদের ভুল শুধরে খেলায় মনোযোগী হওয়ার পাশাপাশি দায়িত্ব নিতে শিখতে হবে সবাইকে।'