চট্টগ্রামে নিজেকে ছাড়িয়ে গেলেন মমিনুল

ছবি:

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ব্যাট হাতে জ্বলে উঠেছেন বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হক। এদিন শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় সেশনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
প্রথম দিন চা বিরতিতে গিয়েছেন ১০৭ রানে অপরাজিত থেকে। টেস্ট ক্যারিয়ারে মমিনুলের পঞ্চম সেঞ্চুরি এটি। সেঞ্চুরিটি হাঁকাতে মমিনুল খেলেছেন মাত্র ৯৬ বল।
ওয়ানডে মেজাজে সেঞ্চুরি তুলে নিয়ে এদিন মমিনুল ছাড়িয়ে গিয়েছেন নিজেকে। টেস্টে এটা তার দ্রুততম সেঞ্চুরি। এর আগে তার দ্রুততম সেঞ্চুরিটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে।
সাদা পোষাকে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান ওপেনার তামিম ইকবাল। ২০১০ সালে ইংলিশদের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার।

চতুর্থ এবং পঞ্চম দ্রুততম সেঞ্চুরির মালিকও তামিম। ২০১০ সালে একই প্রতিপক্ষ ইংল্যান্ড এবং ভারতের বিপক্ষে ১০০ এবং ১০১ বলে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি আছে তার।
টেস্টে বাংলাদেশীদের দ্রুততম সেঞ্চুরিঃ
১. তামিম ইকবাল - ৯৪ বল (প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০১০)
২. মমিনুল হক - ৯৬ বল (প্রতিপক্ষ শ্রীলংকা, ২০১৮)
৩. মমিনুল হক - ৯৮ বল (প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০১৩)
৪. তামিম ইকবাল - ১০০ বল (প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০১০)
৫. তামিম ইকবাল - ১০১ বল (প্রতিপক্ষ ভারত, ২০১০)