promotional_ad

'উইকেট নয়, ফাইনালে হারের কারণ বাজে ব্যাটিং'

promotional_ad

দলীয় ব্যর্থতায় শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরেছে বাংলাদেশ দল। ফাইনালে ৭৯ রানের পরাজয়ের পাশাপাশি হাতছাড়া হয়েছে প্রথম বারের মত কোন ত্রিদেশীয় সিরিজ জয়ের সুযোগটিও। 


লঙ্কানদের ছুঁড়ে দেয়া ২২১ রানের মামুলি লক্ষ্য সেদিন তাড়া করতে ব্যর্থ হয় মাশরাফির দল। ফাইনালে হারের পর অনেকেই বলেছিল হয়তো উইকেটের কারণে হেরেছে টাইগাররা।


তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন বিষয়টির সঙ্গে মোটেও একমত নন। তিনি মনে করেন ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেনি বলেই ফাইনালে হেরেছে টাইগাররা।


promotional_ad

পাশাপাশি সিনিয়ররা বাজে সময়ে ভুল শট খেলে আউট হয়েছেন। ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানান তিনি। সেখানে তিনি বলেন, 'আমরা বাজে ব্যাটিংয়ের কারণে হেরেছি।


ভালো ব্যাটিং করতে না পারলে উইকেট কি করবে। আমার বিশ্বাস হচ্ছেনা যে আমরা ২২১ রানের লক্ষ্য তাড়া করতে পারিনি। তামিম, সাব্বিররা খুব বাজে শট খেলে আউট হয়েছে।


আর মুশফিক আউট হওয়ার আগেও সুইপ শট খেলেছিল। গ্যালারি থেকে তাকে মানা করা হয়েছিল সে যেন এভাবে না খেলে কিন্তু সে একই ভুল আবারও করেছে।


দলের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভুল শট খেলে আউট হয়েছে। অন্যদিকে দুইজন রান আউটের শিকার হয়েছে, যেখানে রান নেয়ার কোন প্রয়োজনই ছিলনা।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball