আবারো তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডার সাকিব

ছবি:

পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের কাছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু সম্প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে অলরাউন্ড পারফর্মেন্স দিয়ে আবারো নম্বর ওয়ান পজিশন পুনরুদ্ধার করলেন সাকিব।
ওয়ানডেতে হাফিজের রেটিং পয়েন্ট বর্তমানে ৩৩৯। আর তাকে পেছনে ফেলে ৩৫৯ পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশনে উঠে এসেছেন সাকিব। এই তালিকায় ৩১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
ওয়ানডের পাশাপাশি টেস্ট এবং টি-টুয়েন্টি ফরম্যাটেও এক নম্বর অলরাউন্ডার সাকিব। ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে টি-টুয়েন্টিতে এক নম্বর পজিশনটি দখল করে রেখেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

সাকিবের পর ৩৩০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আর সাদা পোষাকে ৪৩৭ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন সাকিব।
এদিকে রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতে টি-টুয়েন্টিতে শীর্ষস্থান ফিরে পেয়েছে পাকিস্তান। এছাড়াও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ভালো ব্যাটিং পারফর্মেন্সের জন্য পুরষ্কার পেয়েছেন ব্যাটসম্যান বাবর আজম।
প্রথমবারের মত টি-টুয়েন্টির নম্বর ওয়ান ব্যাটসম্যান হয়েছেন তিনি। সিরিজে সর্বোচ্চ ১০৯ রান করে ১১ ধাপ এগিয়েছেন বাবর। ৭৮৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন এই পাকিস্তানী ব্যাটসম্যান।
দুই নম্বরে থাকা অ্যারন ফিঞ্চের রেটিং পয়েন্ট ৭৮৪ আর ৭৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে স্বদেশী ইশ শোধিকে পেছনে ফেলে টি-টোয়েন্টির এক নম্বর বোলার হয়েছেন মিচেল স্যান্টনার।
দ্বিতীয় স্থান অধিকারী আফগানিস্তান আইকন রশিদ খানের (৭১৭) চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে আছেন স্যান্টনার। আর এক নম্বর থেকে দুই ধাপ অবনম হয়েছে লেগ স্পিনার ইশ শোধির।