সাকিব-মানিশরা আমাদের প্রথম পছন্দ ছিলঃ লক্ষ্মণ

ছবি:

আইপিএল নিলামের টেবিলে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ভিভিএস লক্ষ্মণ, টম মুডির দল সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই দিন ধরে চলা আইপিএলের মেগা নিলাম হায়দ্রাবাদের জন্য সম্পূর্ণ পূর্ব পরিকল্পনা মোতাবেক গিয়েছে।
গত আসরে একই দলে থাকা ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, কেন উইলিয়ামসন, রাশিদ খানদের ফের দলে নিতে সক্ষম হয়েছে হায়দ্রাবাদ। একই সাথে নতুন করে মানিশ পান্ডে ও সাকিব আল হাসানকে দলে নিয়েছে হায়দ্রাবাদ।

নতুনদের মধ্যে ভারতের মিডেল অর্ডার ব্যাটসম্যান মানিশ পান্ডে ও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ছিল লক্ষ্মণদের প্রথম পছন্দ। একই সাথে হায়দ্রাবাদের নিয়মিত মুখ ওপেনার শিখর ধাওয়ানকে পেতেও উঠেপড়ে লেগেছিল দলটি।
নিলাম শেষে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর ও সাবেক ভারতীয় লিজেন্ড ভিভিএস লক্ষ্মণ বলেছেন, 'আমরা গত কয়েক মৌসুম ধরে যেই ক্রিকেটারকে চেয়েছি, তাদেরই দলে নিতে সমর্থ হয়েছি।
এবারও ঠিক তাই হয়েছে, সাকিব ও মানিশ পান্ডেকে আমরা আগে থেকেই চাইছিলাম। শেখর ধাওয়ানও তাই। এই তিন জন আমাদের প্রথম পছন্দ ছিল, ভাগ্য ভালো যে আমরা তাদের পেয়েছি।'
আইপিএলে সাকিব আল হাসান তার দ্বিতীয় অধ্যায় শুরু করবে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে। এর আগে সাত বছর ধরে কলকাতার হয়ে খেলেছেন তিনি। দুই বার কেকেআরকে চাম্পিয়ন করাতে বিশেষ ভূমিকা ছিল সাকিব আল হাসানের।
সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াডঃ ডেভিড ওয়ার্নার, ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ান, সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন, মানিশ পান্ডে, কার্লোস ব্র্যাথওয়েট, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা, রশিদ খান, রিকি ভুই, হুদা, সিদ্ধার্থ কাউল, টি নাটারাযান, নবী, বসিল থাম্পি, খলীল আহমেদ, সন্দীপ শর্মা, শচীন বেবী, ক্রিস জর্ডান, বিলি স্টানলেক, তন্ময় আগরওয়াল, শ্রীভাটস গোস্বামী, বিপুল শর্মা, মেহেদী হাসান।