'নিলাম দেখে বরফ বনে গিয়েছিলাম'

ছবি:

আইপিএল নিলামে সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটারের জায়গাটা করে নিয়েছেন বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট। ১১.৫ কোটি টাকায় স্টিভ স্মিথের দল রাজস্থান রয়েলস উনাদকাটকে দলে নিয়েছে।
গত আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছেন তিনি। ২৪ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই পেসার। এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছিলেন।
ছিলেন বাঁহাতি পেসারদের রাজা ওয়াসিম আকরামের সান্নিধ্যে। সময়ের সাথে সাথে বেড়ে ওঠা উনাদকাট ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলেছেন। কিন্তু তবুও আইপিএল নিলাম কোটি টাকার মালিক বনে যাওয়ার পরও বিষয়টি হজম করতে পারছেন না তিনি।

২৬ বছর বয়সী এই তরুন পেসার বলেছেন, 'আমি শুন্যতা অনুভব করছিলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। নিলামের সময় আমি শুধু ভাবছিলাম কোন দলের হয়ে খেলব আমি। আমি আমার দলের সদস্যদের সাথে ছিলাম ওই মুহূর্তে যার কারনে কিছুটা কম উত্তেজনা অনুভূত হয়েছে। আমি কিছুক্ষণের জন্য বরফ বনে গিয়েছিলাম।'
সাড়ে এগারো কোটি টাকায় আইপিএলে দল পাওয়া উনাদাকাট অবশ্য নিজের পারফর্মেন্সের কারনেই দল পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেছেন,
'সত্যি কথা বলতে, আমি কোন টাকার অংক ভেবে রাখি নি। কিন্তু আমি জানতাম অনেক দল আমাকে নিতে চাইবে। কারন আমি আগের আইপিএলে ভালো করেছি। আমার ফর্মের কারনেই দল গুলো আমাকে নিতে চাইবে, এটা জানা ছিল আমার।'