সাকিব কেন সানরাইজার্সে, জানালেন টম মুডি

ছবি:

টানা সাত মৌসুম কলকাতার জার্সিতে আইপিএল মাতিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম আসরে তাঁকে ৪ কোটি ২৫ লাখ রুপি দিয়ে দলে ভিড়িয়েছিলো কলকাতা নাইট রাইডার্স।
এরপর ২০১৪ সালে আবারো তাকে ২ কোটি ৮ লাখ রুপিতে দলে রাখে কেকেআর। কিন্তু আসন্ন আইপিএলের আসরের জন্য তাকে আর ধরে রাখেনি দলটি। যেকারণে নিলামে উন্মুক্ত ছিলেন সাকিব।
শনিবার অনুষ্ঠিত এই নিলাম থেকে সাকিবকে দলে নিয়েছে মুস্তাফিজুর রহমানের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদ। তাকে দলে ভেড়াতে হায়দ্রাবাদের খরচ করতে হয়েছে ২ কোটি রুপি।

রাজস্থান রয়্যালসের সাথে লড়াই করতে হয়েছে টম মুডির দলটিকে। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত এই নিলামে সাকিব ছিলেন ‘মার্কুই’ ক্যাটাগরি থেকে সাকিবকে দলে নেয় তারা।
আর লাঞ্চ বিরতির সময় কোচ টম মুডি জানান কেন তাকে দলে নিয়েছে হায়দ্রাবাদ। তিনি বলেন, 'সাকিব একজন বিশ্বসেরা ক্রিকেটার। সে যেকোন সময় ম্যাচের মোড় পাল্টে দিতে পারে।
সে ভালো ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও তাঁকে ব্যাটসম্যান হিসেবে বেশী প্রাধান্য দেয়া হয়না। তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত আমি।'