যে মূল্যে সাকিবকে দলে ভেড়ালো হায়দ্রাবাদ

ছবি:

২০১১ সালে প্রথম বার সাকিব আল হাসানকে ৪ কোটি ২৫ লাখ রুপি দিয়ে দলে ভিড়িয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। এরপরের বার আবারো তাকে ২ কোটি ৮ লাখ রুপিতে দলে রাখে কেকেআর।
তবে এবারের আসরের জন্য তাকে আর ধরে রাখেনি দলটি। যেকারণে নিলামে উন্মুক্ত ছিলেন সাকিব। শনিবার অনুষ্ঠিত এই নিলাম থেকে সাকিবকে দলে নিয়েছে মুস্তাফিজুর রহমানের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
তাকে দলে ভেড়াতে হায়দ্রাবাদের খরচ করতে হয়েছে ২ কোটি রুপি। রাজস্থান রয়্যালসের সাথে লড়াই করতে হয়েছে টম মুডির দলটিকে। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত এই নিলামে সাকিব ছিলেন ‘মার্কুই’ ক্যাটাগরিতে।

অন্যদিকে সাড়ে ১২ কোটি রুপি অর্থ দিয়ে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে দলে ভিড়িয়েছে রাজস্থান।তবে অবাক করা বিষয় এবার ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিস গেইল এবং ইংলিশদের টেস্ট দলপতি জো রুটকে দলে ভেড়ায়নি কোনো দলই।
তবে অবিক্রিত ক্রিকেটারদের রবিবার আবারো নিলামে তোলা হবে। এদিকে সাকিব সহ মোট ১৬জন ক্রিকেটার আছেন নিলামে ‘মার্কুই’ ক্যাটাগরিতে।
শিখর ধাওয়ান খেলবেন পুরনো দল হায়দ্রাবাদের হয়ে, এছাড়াও কাইরন পোলার্ড মুম্বাইয়ে, ফাফ ডু প্লেসিস এবং রবিচন্দ্র অশ্বিন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন। আর মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল মাতাবেন।
এছাড়াও যুবরাজ সিং কিংস ইলেভেন পাঞ্জাবে, ডোয়াইন ব্রাভো এবং হরভজন সিং খেলবেন চেন্নাইয়ে, দিল্লির জার্সিতে দেখা যাবে হার্ড হিটার গ্লেন ম্যাক্সওয়েল এবং গৌতম গম্ভীরকে, কিউই অধিনায়ক খেলবেন পুরনো দল হায়দ্রাবাদ এবং আজিঙ্কা রাহানে খেলবেন রাজস্থানে।