আইপিএলে নতুন দলে সাকিব

ছবি:

এপ্রিলের ৬ তারিখ থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১১তম আসর। আর আসন্ন আসরটিকে ঘিরে আজ শনিবার শুরু হয়েছে ক্রিকেটারদের নিলাম।
চলমান এই নিলাম থেকে ইতিমধ্যে সাকিব আল হাসানকে দলে টেনেছে টম মুডির দল সানরাইজার্স হায়দ্রাবাদ। তাকে দলে নিতে রাজাস্থানের সাথে লড়াই করতে হয়েছে দলটিকে।

মোট দুই কোটি মূল্যে তাকে শেষ পর্যন্ত দলে নেয় হায়দ্রাবাদ। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই নিলামে সাকিব ছিলেন ‘মার্কুই’ ক্যাটাগরিতে।
অন্যদিকে সাড়ে ১২ কোটি রুপি অর্থ দিয়ে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে দলে ভিড়িয়েছে রাজাস্থান। তবে অবাক করার বিষয় এবার ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিস গেইলকে দলে ভেড়ায়নি কেউই। সাকিব সহ মোট ১৬জন ক্রিকেটার আছেন নিলামে ‘মার্কুই’ ক্যাটাগরিতে।
শিখার ধাওয়ান খেলবেন পুরনো দল হায়দ্রাবাদের হয়ে, এছাড়াও পোলার্ড মুম্বাইয়ে, ফাফ ডু প্লেসিস এবং রবিচন্দ্র অশ্বিন কিংস ইলেভেন পাঞ্জাবে, মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল মাতাবেন।