promotional_ad

কে হবেন তামিমের সঙ্গী?

promotional_ad

সিনিয়ররা ঠিকঠাক পারফর্মেন্স করছে। সমস্যা জুনিয়রদের নিয়ে। টপ অর্ডারে এনামুল হক বিজয়, মিডেল অর্ডারে সাব্বির রহমান, নাসির হোসাইনদের কাছ থেকে প্রত্যাশিত পারফর্মেন্স পাচ্ছে না বাংলাদেশ দল।


ত্রিদেশীয় সিরিজের শুরুর দুই ম্যাচে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিতে সাহায্য করেছেন বিজয়। তবে ব্যক্তিগত পারফর্মেন্স দেখলে বিজয় নিজেও সন্তুষ্ট হবেন না। একই কথা বলা যায় সাব্বির রহমান ও নাসির হোসাইনদের ক্ষেত্রেও। 


পর পর দুই ম্যাচে ব্যাট হাতে নিজেদের চেনানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশের মিডেল অর্ডার। কিন্তু বাজে ভাবে ব্যর্থ হয়েছে দুইবারই। তাই ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে দল নির্বাচন নিয়ে দ্বিতীয় চিন্তার আশ্রয় নিচ্ছে টাইগার থিঙ্ক ট্যাংক।


ওপেনিং পজিশনে বিজয়ের ব্যাকআপ হিসেবে স্কোয়াডে আনা হয়েছে বাঁহাতি ওপেনার ইমরুল কায়েসকে। ফাইনালে লঙ্কানদের বিপক্ষে বিজয়ের জায়গায় ইমরুলকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।


ব্যর্থ হলেও ফাইনালের আগে মিডেল অর্ডারে বড় পরিবর্তন আনার সম্ভাবনা ক্ষীণ। আর টুর্নামেন্ট জুড়ে টাইগারদের বোলিং ছিল এককথায় দুর্দান্ত। সেক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তনের সম্ভাবনা নেই।


তবে লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচে পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজুর জায়গায় মোহাম্মদ সাইফউদ্দিনের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। পেস বোলিংয়ের বিপক্ষে লঙ্কানদের দুর্বলতা মাথায় রেখে বাড়তি স্পিনার হিসেবে সানজামুলের একাদশে না থাকারই কথা।


ফাইনাল ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ


promotional_ad

১) তামিম ইকবাল


২) এনামুল হক বিজয়/ ইমরুল কায়েস 


৩) সাকিব আল হাসান 


৪) মুশফিকুর রহিম


৫) মাহমুদউল্লাহ রিয়াদ 


৬) সাব্বির রহমান 


৭) নাসির হোসেন


৮) রুবেল হোসেন


৯) মাশরাফি বিন মর্তুজা 


১০) আবুল হাসান রাজু/  মোহাম্মদ সাইফউদ্দিন


১১) মুস্তাফিজুর রহমান 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball