কে এই নাঈম হাসান?

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে চিটাগং টেস্টের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে নির্বাচকরা। ফর্মের কারনে তাসকিন আহমেদ, সাব্বির রহমানরা দল থেকে বাদ পড়া অনুমিত ছিল।
কিন্তু দলে ১৭ বছর বয়সী তরুন অফ স্পিনার নাঈম হাসানের জায়গা পাওয়া অবাক করেছে অনেককেই। এখন পর্যন্ত মাত্র চারটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন অনূর্ধ্ব ঊনিশ দলের এই স্পিনার।
নামের পাশে নয়টি উইকেট রয়েছে তার। দীর্ঘদেহী এই তরুন অফ স্পিনার বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ছিলেন চিটাগং ভাইকিংস স্কোয়াডে। দুই ম্যাচে খেলার সুযোগও পেয়েছেন তিনি।

গত মৌসুমে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়েছে তার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে খেলেছেন চ্যাম্পিয়ন দল গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়েছে।
বাংলাদেশ অনূর্ধ্ব ঊনিশ দলের এই অন্যতম সদস্য যুব বিশ্বকাপে খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন। গত বছর সেপ্টেম্বরের দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতি ক্যাম্পে ডাক পেয়েছিলেন তিনি।
নাঈমের সাথে আরেক অফ স্পিনার সঞ্জিত সাহাও ডাক পেয়েছিলেন জাতীয় দলের ক্যাম্পে। তবে অ্যাকশনে জটিলতা থাকায় নির্বাচকদের ভাবনা থেকে ছিটকে পড়েন সঞ্জিত, ভাগ্য খুলে নাঈমের।
বয়স ভিত্তিক ক্রিকেটের অভিজ্ঞতা আর কয়েকটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার স্বল্প অভিজ্ঞতাই ১৭ বছর বয়সী নাঈমের সম্বল। এক লাফে টেস্ট ক্রিকেটে মানিয়ে নেয়ার মত সামর্থ্য নাঈমের আছে তো?