পিঠে ব্যথা পেয়েছেন মাশরাফি

ছবি:

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে অনুশীলনের সময় অপ্রত্যাশিতভাবে পিঠে ব্যথা পেয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (সময় টিভি)। বোলিংয়ের সময় এই ঘটনা ঘটে।
ব্যথা পাওয়ার পর মাঠ ছাড়তে বাধ্য মাশরাফি। এর পর মাশরাফিকে মাঠে ফিরতে দেখা যায় নি। তবে বিসিবি চিকিৎসক সুখবর জানিয়েছেন। মাশরাফির ইনজুরিকে গুরুতর বলছেন না তিনি।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলতে সমস্যা হবে না অধিনায়কের। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেও নেটে অনুশীলনের সময় হাতে ব্যথা পেয়েছিলেন মাশরাফি। সাব্বির রহমানকে বোলিংয়ের সময় আঙ্গুলের ব্যথা সইতে হয় তাকে।
এদিকে ফাইনালকে সামনে রেখে মিরপুরের ইনডোরে অনুশীলন করেছেন ব্যাটসম্যানরা। এছাড়া মিরপুরের সেন্ট্রাল উইকেটে ফিল্ডিং অনুশীলন করতে দেখা গেছে বাংলাদেশ দলের সদস্যদের।
এদিকে অপ্রত্যাশিত ভাবে পিঠে ব্যথা পেয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। ব্যথার পাবার পর মাঠ ছেড়ে যান তিনি। পরে আর বোলিং করেন নি। তবে বিসিবি চিকিৎসক জানিয়েছেন ম্যাশের ইনজুরির গুরুত্বর নয়।