বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

ছবি:

শুক্রবার যুব বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছে উপমহাদেশের দুই দল ভারত এবং বাংলাদেশ। কুইন্সটাউনে বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় শুরু হচ্ছে ম্যাচটি। বিশ্বকাপে এখন পর্যন্ত তিন বার ভারতের বিপক্ষে খেলেছে টাইগাররা।
যেখানে ২ বার জয় পেয়েছে ভারত এবং ১ বার জিতেছে টাইগাররা। বিশ্বকাপ ছাড়াও এখন পর্যন্ত ১৫ বারের দেখায় ১৩বার জিতেছে ভারত এবং ২ বার জিতেছে মিনি টাইগাররা।
তবে আজ ভারতকে হারালেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশের যুবারা। সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাকিস্তানকে। ৩০ জানুয়ারি ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এদিকে আজকের ম্যাচে ইতিমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের দলপতি প্রিথভি শ।
ভারত একাদশঃ প্রিথভি শহ (অধিনায়ক), মনজোত কালরা, শুভম্যান গিল, হরবিক দেশাই, রিয়ান পারাগ, অভিষেক শর্মা, কমলেশ নাগর্ক আরিয়ান জুয়াল, শিবম গিল, শিভা সিং, ইশান পোরল
বাংলাদেশ একাদশঃমোহাম্মদ নাঈম, পিনক ঘোষ, সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম,মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, কাজী অনিক, হাসান মাহমুদ, রবিউল হক