প্রত্যাবর্তন হচ্ছে রাজুর?

ছবি:

সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন স্পিনার সানজামুল ইসলাম। ১০ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। এছাড়াও ব্যাট হাতে শেষের দিকে যোগ করেছেন গুরুত্বপূর্ণ ১৯ রান।
ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফর্ম করার পরও হয়তো বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচে তাঁকে বসতে হতে পারে সাইড বেঞ্চে। তৃতীয় ওয়ানডের মত একাদশে একজন স্পিনার কমিয়ে একজন অতিরিক্ত পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ দল।

আর তেমনটি হলে আবারও দলে ফিরতে পারেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে নির্বাচকরা চাইলে সাইফউদ্দিনের পরিবর্তে আরেক পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজুকেও একাদশে রাখতে পারেন।
সানজামুল ছাড়া হয়তো একাদশে আর কোন পরিবর্তন আসবেনা বাংলাদেশ দলে। উপমহাদেশের দলগুলো স্পিনের বিপক্ষে বরাবরই ভালো খেলে বিধায় একাদশ থেকে ছিটকে যেতে পারেন এই বাঁহাতি স্পিনার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ মাশরাফি বিন মুর্তোজা (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, নাসির হোসেন, সাব্বির রহমান, আনামুল হক, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন/সানজামুল ইসলাম/আবুল হাসান রাজু