সেমিফাইনালে আফগানিস্তান

ছবি:

যুব বিশ্বকাপে জয়রথ ধরে রেখেছে আফগানিস্তানের যুবারা। বৃহস্পতিবার শক্তিশালী নিউজিল্যান্ডকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৯ রান যোগ করে আফগানরা। আফগানদের হয়ে ফিফটির দেখা পান মোট ৪ ব্যাটসম্যান।
রহমানউল্লাহ এবং ইবরাহিম জাদরান মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১১৭ রান। রহমান ফিফটি তুলে নেয়ার পর সাজঘরে ফেরেন ৬৯ রান করে।

আরেক ওপেনার ইবরাহিম জাদরান বিদায় নেন ৬৮ রানে দলীয় ১৭১ রানের সময়। আর ৭২ বলে ৬৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ব্যাটসম্যান বাহির শাহ।
তবে বাকি তিন ব্যাটসম্যানের ফিফটিকে পেছনে ফেলে নজর কেড়ে নেন বিধ্বংসী ব্যাটসম্যান আজমত উল্লাহ। কিউই বোলারদের বেধড়ক পিটিয়ে ২৩ বলে তিনি খেলেন ৬৬ রানের নজরকাড়া ইনিংস।
৭টি ছক্কা এবং ৩টি চারের সাহায্যে এই ইনিংসটি খেলেন তিনি। কিউইদের পক্ষে সন্দীপ প্যাটেল ১৩ রান দিয়ে নেন ২টি উইকেট। ৩১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড।
মুজিব জাদরানের ঘূর্ণি এবং কায়েস আহমেদের ভেলকিতে মাত্র ১০৯ রানে অলআউট হয় কিউইরা। ব্ল্যাক ক্যাপ্সদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন কাটেনি ক্লার্ক।
আফগানদের পক্ষে দুই স্পিনার মুজিব এবং কায়েস নেন ৪টি করে উইকেট। এছাড়াও অধিনায়ক নাভিন উল হক নেন ১টি উইকেট।