বড় দল হওয়ার পন্থা জানালেন সুজন

ছবি:

টপ অর্ডার রান করছে, লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা রান করছে... তার উপর ফ্রন্ট লাইন বোলাররা উইকেট এনে দিচ্ছে। বলা যায় টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে ভালো সময় কাটছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের।
কিন্তু তিন ম্যাচে তিনটিতেই জয় তুলে নেয়ার পরও শতভাগ সন্তুষ্ট নন সুজন। বড় দল হতে হলে পারফর্মেন্স আরও শাণিত হওয়া চাই। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে মিডেল অর্ডার ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল পছন্দ হয়নি তাঁর।
'আমি এখনও সন্তুষ্ট না। বড় দল হতে গেলে আরও অনেক গুণাবলী লাগবে, সেটা আমরা নিজেরাও জানি। আমরা এটা নিয়েও আলোচনাও করি। সামনে যখন অনেক পথ খোলা আছে সেখানে আমরা আরও টাইট হতে চাই, আরও ভাল করতে চাই।

মঙ্গলবার একটা সুযোগ ছিল মিডলঅর্ডার ব্যাটসম্যানদের প্রমান করার। সেটা হয়নি। বড় দলগুলো সেটাই করে টপ অর্ডার ফেল করলে পরের ব্যাটসম্যানদের দায়িত্ব থাকে।,' সাংবাদিকদের বলেছেন সুজন।
তবে আশাহত হন জাতীয় দলের এই টেকনিক্যাল ডিরেক্টর। তাঁর বিশ্বাস দলের সদস্যরা বাংলাদেশকে সত্যিকারের বড় দলে পরিণত করার সামর্থ্য রাখেন। তাঁর ভাষায়,
'যাই হোক আমি এখনও বিশ্বাস করি এই দলে যারাই আছে অনেক ভাল প্লেয়ার…গতকাল (মঙ্গলবার) হয়নি আগামীকাল (আজ) হবে। বড় দল হতে গেলে এগুলো ঠিক করতে হবে। সব জায়গা থেকে যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারলে আমরা বড় দল হবে।'