'ওদের মাটিতেই রাখতে চাই'

ছবি:

টানা তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা শেষ ইংল্যান্ডের। বিশেষ করে টেস্টে ৪-০ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে দারুন ভাবে ঘুরে দাঁড়ানোর মত অবিশ্বাস্য সাধন করেছে ইয়ন মরগানের দল।
মূলত ফরম্যাট বদলে যাওয়ায় নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারছে ইংলিশরা। ওয়ানডে সিরিজে ব্যাটে বলে দারুন ফর্মে থাকা অলরাউন্ডার ক্রিস ওকস বলেছেন,
'এটা সম্পূর্ণ আলাদা ফরম্যাট, আলাদা বল। এটা মানসিকতার ব্যাপার। কারন আপনি প্রতিটি বল খেলার জন্য খেলছেন। অন্যদিকে টেস্ট ক্রিকেটে আপনাকে অনেক সতর্ক থাকতে হয়।'

তিন ম্যাচে জিতে নেয়া ইংলিশরা সিরিজের বাকী দুই ম্যাচেও অস্ট্রেলিয়ানদের চাপের মুখে রাখতে চায়। নতজানু অজিদের আরও নতজানু করাই মরগান বাহিনীর মূল লক্ষ্য। ওকস বলেছেন,
'মুমেন্টাম এখন আমাদের পক্ষে। আর জয়ের অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। সেটা ধরে রেখে বাকী দুই ম্যাচে জয় তুলে নিয়ে ওদের হোয়াইটওয়াশ করতে চাইব আমরা। এটাই আমাদের প্রেরনা হিসেবে কাজ করছে।
আমরা সিরিজ জিততে পেরে বেশ আনন্দিত। কিন্তু আমরা ছাড় দিতে চাই না। আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সবসময় জিততে পারবেন না। সুতরাং আমরা ওদের মাটিতে নামিয়ে এনেছি, এখন এক বিন্দু ছাড় দিতে চাই না।'