পন্থার নাম 'ক্যালকুলেটিভ রিক্স'

promotional_ad

ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে পাচ্ছে স্বাগতিক বাংলাদেশ দল। অধিনায়ক মাশরাফির ভাষায় সিরিজটি 'ইন্টারেস্টিং' হতে যাচ্ছে। বিশেষ করে চ্যাম্পিয়ন ট্রফির সাফল্যের পর দক্ষিণ আফ্রিকায় বাজে সময় পার করা দল বাংলাদেশের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ।


ওয়ানডে ফরম্যাটে ফের জয়ের ধারা ফেরার সুযোগ থাকছে ত্রিদেশীয় সিরিজে। মিরপুরে সাংবাদিকদের মাশরাফি বলেছেন, 'অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড় প্রতিটি ম্যাচ জয়ের জন্য খেলে। জয়টাই মুখ্য থাকে। মাঝে আমরা অনেক দিন ক্রিকেট খেলিনি মনে হচ্ছে আমরা অনেক দিন আগে জয় পেয়েছি। দক্ষিণ আফ্রিকায় আমাদের অনেক সময় গিয়েছে।


সব দলেরই কম-বেশি যাচ্ছে। আর চ্যাম্পিয়নস ট্রফিতে জয় অনেক দিন আগে। আর আমাদের জন্য সামনে ভালো সুযোগ আছে। ভেরি ইন্টারেসটিং টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল থেকে। আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ যদি আমরা এটা কাজে লাগাতে পারি তাহলে ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে।'


promotional_ad

র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে লড়াই করবে বাংলাদেশ দল। ফেভারিট হিসেবে সিরিজ শুরু করলেও প্রতিপক্ষকে খাটো করে দেখছে না বাংলাদেশ। নিজেদের পরিকল্পনা ঠিকঠাক মত প্রয়োগ করার উপরই সাফল্য নির্ভর করছে। প্রতিপক্ষের ক্যাম্পে হাথুরুসিংহে ও হিথ স্ট্রিকের মত কোচ থাকলেও বাড়তি ভাবনার কারন দেখছেন না তিনি।


পূর্ণ স্বাধীনতা ও স্মার্ট ক্রিকেটই বাংলাদেশকে সঠিক পথে রাখবে, এমন বিশ্বাস মাশরাফির। 'দেখেন আমরা যে পরিকল্পনা করছি না সেটা কিন্তু না। ক্রিকেটে স্মার্ট হওয়া ভালো কিন্তু ওভার স্মার্ট হওয়া ভালো না। আমরা ওভার স্মার্ট হতে চাচ্ছি না। অবশ্যই হাথুরুসিংহে একটা পরিকল্পনা করবে। আমাদেরও থাকবে। এক্সিকিউশন যদি করতে পারি…আমরা অবশ্যই নতুন কিছু করার চেষ্টা করব।


আপনি যেখানে প্রশ্ন করেছে এর কাছাকাছি আমরাও চিন্তা করছি। রিক্স ফ্যাক্টর থাকলেও আমরা সেরকমই কিছু কাজ করবো। আমি মনে করি,পূর্ণ সহযোগীতা আমরা আমাদের খেলোয়াড়দের করব। এবং তাদেরকে ফুল ফ্রিডম দেয়া হবে। তারা যেটা করে আসছে সেটাই যেন করে। আমরা কোনো চিন্তা না করে সেটাই করবো।'


অধিনায়ক হিসেবে মাশরাফি বরাবর আক্রমণাত্মক, ত্রিদেশীয় সিরিজেও তার ব্যতিক্রম হবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ম্যাচের পরিস্থিতি বুঝেশুনেই ঝুঁকির পথ বেছে নিবেন তিনি। 


'দেখেন কোনো কিছুই ক্যালকুলেটিভ হয় না। একমাত্র সফলতা পেলেই মনে হয় যে ক্যালকুলেটিভ রিক্স ছিল। আপনি যখন একটা ঝুঁকি নিবেন তখন যারা সিদ্ধান্ত নেয় তারা সব সময় মনে করে সিদ্ধান্তটা ক্যালকুলেটিভ। এখন যারা এটাকে অ্যানালাইস করে তারা সাকসেস হলে বলে যে ক্যালকুলেটিভ ছিল আর সাকসেস না হলে বলে যে এতো বড় রিক্স নেয়া উচিত হয়নি। সো আমাদের থেকে অবশ্যই এটা ক্যালকুলেটিভ এখন দেখা যাক বাকিটা কি হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball