ইমেইলের মাধ্যমে পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান ও হারিস রউফের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে আইসিসি। পাকিস্তানের এই দুই ক্রিকেটার যদিও প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করেন তাহলে তাদের শুনানির জন্য ডাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিসিসিআইয়ের অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারহান হাফ সেঞ্চুরি করার পর ব্যাটকে বন্দুক বানিয়ে যেভাবে উদযাপন করেন এবং রউফ বাউন্ডারির ধারে ফিল্ডিং করার সময় যেভাবে দর্শকদের উদ্দেশে বিমান ভূপতিত করার ইঙ্গিত করেন; দুটো ঘটনাই শাস্তি যোগ্য মনে করছে ভারত।
হারিস এক পর্যায়ে দুই হাতের আঙুল এক করে ৬-০ দেখিয়ে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের দিকেও ইঙ্গিত করেছিলেন। যা ভালোভাবে নেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।
সূর্যকুমার ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের জয়কে পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি উৎসর্গ করেছিলেন, যা ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার প্রসঙ্গ জাগিয়ে তোলে। পিসিবি সূর্যকুমারের মন্তব্যকে ‘রাজনৈতিক’ বলে আখ্যা দিয়েছে।
ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার বলেছিলেন, ‘এই জয়টি আমি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের উৎসর্গ করতে চাই, যারা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। আশা করি তারা আমাদের অনুপ্রেরণা দিয়ে যাবেন এবং আমরা মাঠে আরও এমন কিছু করব, যা তাদের মুখে হাসি ফোটাবে।’