এশিয়া কাপের জন্য পাকিস্তান পুরোপুরি প্রস্তুত: সালমান আঘা

ছবি: পাকিস্তান দল, ফাইল ফটো

ত্রিদেশীয় সিরিজে মোহাম্মদ নাওয়াজের অলরাউন্ড পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে পাকিস্তান শুধু ট্রফিই জেতেনি, এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতিও সম্পন্ন করেছে।
এখনই নেতৃত্ব হারাচ্ছেন না রিজওয়ান-মাসুদরা
২৫ আগস্ট ২৫
ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা বলেন, 'এই ধারাবাহিকতাই আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। এই সিরিজ আমাদের জন্য কঠিন ছিল, তবে লক্ষ্য ছিল এশিয়া কাপের জন্য প্রস্তুতি নেয়া। বাংলাদেশ সিরিজ থেকে আমরা দল গঠনে মনোযোগ দিয়েছি। এখন আমরা ভালো অবস্থানে আছি এবং আমি বিশ্বাস করি, আমরা পুরোপুরি প্রস্তুত।'

ত্রিদেশীয় সিরিজে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাওয়াজ। পুরো টুর্নামেন্টে ১০ উইকেট নেয়ার পাশাপাশি ফাইনালে নেন পাঁচ উইকেট, যার মধ্যে একটি হ্যাটট্রিকও ছিল। এই হ্যাটট্রিকটি পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় হ্যাটট্রিক হিসেবে রেকর্ড হলো।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন পাকিস্তানের হয়ে ৩৪ ম্যাচ খেলা উসমান
৯ সেপ্টেম্বর ২৫
আঘা আরো বলেন, 'ফিরে আসার পর থেকে ও অসাধারণ খেলছে– ব্যাট, বল আর ফিল্ডিংয়ে। কঠিন সময়ে ওর ওপর ভরসা করা যায়। অনেকে প্রশ্ন করেছে দুই স্পিনার খেলানো নিয়ে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিই কন্ডিশনের ওপর ভিত্তি করে। আজকের ম্যাচে সেটি সঠিক সিদ্ধান্ত ছিল।'
এশিয়া কাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ১২ সেপ্টেম্বর, ওমানের বিপক্ষে। সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলীয় সমন্বয় দেখে দলটি আত্মবিশ্বাসীভাবে টুর্নামেন্টে নামছে। মাইক হেসনের কোচিংয়ে শেষ ১৩ ম্যাচে ১০টি জয়ও বাড়তি প্রেরণা দিচ্ছে দলকে।