১৭ বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ম্যাচ খেলবে পাকিস্তান

ফাইল ছবি
প্রথমবারের মতো দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে অক্টোবরে পাকিস্তান যাচ্ছে সফরকারীরা। দুই দলের ওয়ানডে সিরিজের পুরোটা হবে ফয়সালাবাদে। সেই সিরিজ দিয়েই ১৭ বছর পর ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।

promotional_ad

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে ২০২৫-২৭ চক্র শুরু করছে পাকিস্তান। এ ছাড়া চার বছর পর দেশের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে তারা। সবশেষ ২০২১ সালে তাদের বিপক্ষে সিরিজ খেলেছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। ১২ অক্টোবর শুরু হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের শিরোপা জেতার পর সাউথ আফ্রিকাও প্রথম টেস্ট খেলতে নামছে।


আরো পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন পাকিস্তানের হয়ে ৩৪ ম্যাচ খেলা উসমান

১১ ঘন্টা আগে
উসমান শিনওয়ারি, ফাইল ফটো

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। ২০২৫ সাল অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে স্টেডিয়ামের সংস্কার করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হওয়ায় তিন বছরের বেশি সময় পর গাদ্দাফি স্টেডিয়ামে ফিরছে টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে রাওয়ালপিন্ডিতে, ২০ অক্টোবর থেকে। একই মাঠে হবে প্রথম টি-টোয়েন্টি।


promotional_ad



আরো পড়ুন

৩৪২ রানে হারের পর সাউথ আফ্রিকার জরিমানা

৮ সেপ্টেম্বর ২৫
ফাইল ছবি

পরের দুই টি-টোয়েন্টি হবে লাহোরের গাদ্দাফি স্টেয়িামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে ফয়সালাবাদে। ২০০৮ সালের পর এই ভেন্যুতে হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ ম্যাচটি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। সেই ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চেয়েছিল তারা।


যদিও ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সেটা হয়ে উঠেনি। পাঁচের টি-টোয়েন্টি সিরিজে কমিয়ে তিন ম্যাচের করা হয়। ফয়সালাবাদ বাদ দিয়ে সবগুলো ম্যাচই আয়োজন করেছে লাহোরে। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো হচ্ছে ভেন্যুটিতে। ৪, ৬ ও ৮ অক্টোবর হবে ম্যাচগুলো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball