ইংল্যান্ডের মাঠে মহারাজের রাজত্ব, জিতল সাউথ আফ্রিকা

ছবি: কেশভ মহারাজ নেন চার উইকেট, ফাইল ফটো

একইসাথে ওয়ানডেতে বিদেশের মাটিতে বেশি বল বাকি রেখে জয়ের রেকর্ডও তৈরি করল সাউথ আফ্রিকা। আগের রেকর্ডটি ছিল ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৬ বল হাতে রেখে জয়।
স্টোকসের সাক্ষাৎ চান তামিম, ঘুরে দেখতে চান লর্ডস
৩০ আগস্ট ২৫
সাউথ আফ্রিকার বোলাররা এ দিন ইংল্যান্ডের ব্যাটারদের দাঁড়াতেই দেননি। বোলিংয়ে কেশভ মহারাজ ২২ রান দিয়ে নেন চার উইকেট। ম্যাচসেরাও হন তিনি। উইয়ান মুল্ডার ৩৩ রান দিয়ে নেন তিন উইকেট, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ব্যাটিংয়ে এইডেন মার্করাম ৫৫ বলে ৮৬ রান করেন, দুটি ছক্কা ও ১৩টি চারে হাফ সেঞ্চুরি স্পর্শ করেন মাত্র ২৩ বলে। এটি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সাউথ আফ্রিকার দ্রুততম হাফ সেঞ্চুরি।

ইংল্যান্ডের অভিষিক্ত বোলার সনি বেকার ৭ ওভারে ৭৬ রান খরচ করেন, যা ওয়ানডেতে অভিষেকে ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ।
সেঞ্চুরিতে র্যাঙ্কিংয়ে এগোলেন গ্রিন-হেড-মার্শরা
২৭ আগস্ট ২৫
শুরু থেকেই ইংল্যান্ডের ইনিংস ব্যাটিং ধ্বংসের দিকে গড়ায়। বেন ডাকেট (৫) ও জো রুট (১৪) দ্রুত আউট হন। জেমি স্মিথ ৪৬ বলে ৫০ রান করেন, তবে দলীয় সংগ্রহ বড় করতে পারেননি।
হ্যারি ব্রুক ১২, জস বাটলার ১৫ এবং জ্যাকব বেথেল এক রানে ফিরে যান। শেষদিকে ব্যাটিং ভেঙে পড়ে ইংল্যান্ডের। ২৯ রানে শেষ সাত উইকেট হারায় দলটি। সাউথ আফ্রিকার বোলাররাই দলের জয় নিশ্চিত করে।
রান তাড়ায় শুরু থেকেই মার্করাম ছিলেন আগ্রাসী। যদিও ৫৫ বলে ৮৬ রান করে তিনি আদিল রশিদের বলে আউট হলে রিকেলটন ধৈর্য ধরে ম্যাচ শেষ করেন। ৫৯ বলে ৩১ রান আসে রিকেলটনের ব্যাটে।
ইংল্যান্ডের হয়ে ২৬ রান খরচায় তিন উইকেট নেন রশিদ। শেষ পর্যন্ত সাত উইকেটে জিতে সাউথ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে লর্ডসে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।