ভারতীয় দলের স্পনসরশিপ ছাড়তে বাধ্য হলো ড্রিম ইলেভেন

ছবি: ভারত, ফাইল ফটো

এই সিদ্ধান্ত এসেছে ভারতের নতুন অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পর। বিল অনুযায়ী, অনলাইন মানি গেমিং নিষিদ্ধ হওয়ায় ড্রিম ইলেভেন তাদের অর্থভিত্তিক মডেল বন্ধ করতে বাধ্য হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন থেকে কেবল ফ্রি-টু-প্লে গেমিং সেবা দেবে।
৩ ধাপে সুস্থ হয়ে ভারত দলে ফিরলেন সূর্যকুমার
১৫ ঘন্টা আগে
বিসিসিআই সচিব দেবজিত শাইকিয়া বলেন, 'যদি আইনেই অনুমোদিত না হয়, তাহলে আমরা কিছুই করব না। বিসিসিআই দেশের কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী প্রতিটি বিষয় মেনে চলবে।'

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, '(ড্রিম ইলেভেনের প্রতিনিধিরা) বিসিসিআই অফিসে গিয়ে সিইও হেমাং আমিনকে জানিয়েছেন যে তারা আর চালিয়ে যেতে পারবেন না। ফলে এশিয়া কাপে তারা দলের স্পনসর থাকছে না। শিগগিরই নতুন দরপত্র আহ্বান করবে বিসিসিআই।'
সূর্যকুমারের পারফরম্যান্স টেনে ভারতকে খোঁচা বাজিদের
২৫ আগস্ট ২৫
এশিয়া কাপ শুরুর বাকি মাত্র দুই সপ্তাহ। তাই এই সময়ের মধ্যে নতুন স্পনসর খুঁজে পাওয়া বিসিসিআইয়ের জন্য চ্যালেঞ্জ হতে পারে। এনডিটিভির তথ্য অনুযায়ী, ড্রিম ইলেভেনের লোগোযুক্ত জার্সি এরই মধ্যে প্রস্তুত করা হয়েছিল, তবে তা এশিয়া কাপে আর ব্যবহার হবে না।
বিসিসিআই-ড্রিম ইলেভেনের মধ্যে চুক্তি হয়েছিল ২০২৩ সালের জুলাইয়ে, মেয়াদ ছিল তিন বছর। মোট অঙ্ক ৩৫৮ কোটি রুপি। তবে দুই বছরের মাথায় সেটি শেষ হয়ে যাচ্ছে। বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করবে ভারত।