‘সমালোচনা আসবে-যাবে, জয়টা গুরুত্বপূর্ণ’

ছবি: গৌতম গম্ভীর, ফাইল ফটো

তারপর অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাভাস্কার ট্রফি খোয়ানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। সেই পরাজয় ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জায়গা থেকেও ছিটকে দেয়।
‘অন্যরা বাদ দিলেও, আমি তো আছি’, বরুণকে বলেছিলেন গম্ভীর
১৯ আগস্ট ২৫
এমন পারফরম্যান্সের ধাক্কার মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। ফলে দল এখন রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন গম্ভীরের পরিকল্পনা ও কোচ হিসেবে তার নেতৃত্বগুণ নিয়ে।
এই সময়ে কোচের পাশে দাঁড়িয়েছেন ভারতের অলরাউন্ডার শার্দুল ঠাকুর, 'হ্যাঁ, আমরা সবসময় তাকে এমন একজন হিসেবে দেখেছি, যিনি দলের জন্য লড়াই করতে প্রস্তুত। হাডলে দাঁড়িয়েও তিনি সেই লড়াকু মানসিকতা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, যেটা তিনি খেলোয়াড় হিসেবে মাঠে নিয়ে আসতেন।'

আইপিএলে দল না পেয়ে ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন শার্দুল
২৮ মার্চ ২৫
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে শার্দুল আরো বলেন, 'তিনি একজন সফল খেলোয়াড়, যিনি দেশের জন্য, রাজ্যের জন্য ট্রফি জিতেছেন। সেই সব অভিজ্ঞতা এবং অনুপ্রেরণাই তিনি এখন দলের মধ্যে নিয়ে আসছেন। সমালোচনা আসবে, যাবে। কিন্তু একটা দল হিসেবে আমাদের জেতাটাই গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি আমরা সঠিক পথেই এগোচ্ছি।'
সম্প্রতি ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্সকেই গম্ভীরের প্রভাবের প্রমাণ হিসেবে দেখিয়েছেন শার্দুল। তার মতে, দলের মধ্যে ‘হার না মানার মানসিকতা’ এসেছে কোচের প্রেরণাতেই, যা ম্যাচগুলোতে স্পষ্টভাবে দেখা গেছে। এ কারণেই ২-২ ব্যবধানে সিরিজ ড্র করতে পেরেছে ভারত, মনে করেন শার্দুল।
গম্ভীরের সামনে এখন পরবর্তী বড় চ্যালেঞ্জ আসন্ন এশিয়া কাপ। এখনো স্কোয়াড ঘোষণা হয়নি, তাই এ নিয়েও জল্পনা-কল্পনা চলছে। এখানেও বিতর্কের সম্ভাবনা আছে। কেননা টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলকে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে রাখতে চাইছে না ভারতের ম্যানেজমেন্ট।