‘সমালোচনা আসবে-যাবে, জয়টা গুরুত্বপূর্ণ’

গৌতম গম্ভীর, ফাইল ফটো
ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন গৌতম গম্ভীর। যদিও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে তার যাত্রা শুরু হয়েছিল আশাব্যঞ্জকভাবে। কিন্তু এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলে বিপদে পড়ে যায় ভারত।

promotional_ad

তারপর অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাভাস্কার ট্রফি খোয়ানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। সেই পরাজয় ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জায়গা থেকেও ছিটকে দেয়।


আরো পড়ুন

‘অন্যরা বাদ দিলেও, আমি তো আছি’, বরুণকে বলেছিলেন গম্ভীর

১৯ আগস্ট ২৫
বরুণ চক্রবর্তী এবং গৌতম গম্ভীর (বাম থেকে), ফাইল ফটো

এমন পারফরম্যান্সের ধাক্কার মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। ফলে দল এখন রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন গম্ভীরের পরিকল্পনা ও কোচ হিসেবে তার নেতৃত্বগুণ নিয়ে।


এই সময়ে কোচের পাশে দাঁড়িয়েছেন ভারতের অলরাউন্ডার শার্দুল ঠাকুর, 'হ্যাঁ, আমরা সবসময় তাকে এমন একজন হিসেবে দেখেছি, যিনি দলের জন্য লড়াই করতে প্রস্তুত। হাডলে দাঁড়িয়েও তিনি সেই লড়াকু মানসিকতা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, যেটা তিনি খেলোয়াড় হিসেবে মাঠে নিয়ে আসতেন।'


promotional_ad



আরো পড়ুন

আইপিএলে দল না পেয়ে ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন শার্দুল

২৮ মার্চ ২৫
৩৪ রানে চার উইকেট নেন শার্দুল ঠাকুর, ফাইল ফটো

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে শার্দুল আরো বলেন, 'তিনি একজন সফল খেলোয়াড়, যিনি দেশের জন্য, রাজ্যের জন্য ট্রফি জিতেছেন। সেই সব অভিজ্ঞতা এবং অনুপ্রেরণাই তিনি এখন দলের মধ্যে নিয়ে আসছেন। সমালোচনা আসবে, যাবে। কিন্তু একটা দল হিসেবে আমাদের জেতাটাই গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি আমরা সঠিক পথেই এগোচ্ছি।'


সম্প্রতি ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্সকেই গম্ভীরের প্রভাবের প্রমাণ হিসেবে দেখিয়েছেন শার্দুল। তার মতে, দলের মধ্যে ‘হার না মানার মানসিকতা’ এসেছে কোচের প্রেরণাতেই, যা ম্যাচগুলোতে স্পষ্টভাবে দেখা গেছে। এ কারণেই ২-২ ব্যবধানে সিরিজ ড্র করতে পেরেছে ভারত, মনে করেন শার্দুল।


গম্ভীরের সামনে এখন পরবর্তী বড় চ্যালেঞ্জ আসন্ন এশিয়া কাপ। এখনো স্কোয়াড ঘোষণা হয়নি, তাই এ নিয়েও জল্পনা-কল্পনা চলছে। এখানেও বিতর্কের সম্ভাবনা আছে। কেননা টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলকে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে রাখতে চাইছে না ভারতের ম্যানেজমেন্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball