অনিশ্চয়তায় ওয়েস্ট ইন্ডিজের অলিম্পিকে অংশগ্রহণ

ওয়েস্ট ইন্ডিজ, ফাইল ফটো
দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে বিশ্ব ক্রিকেটের প্রায় অন্যান্য দলগুলো অংশ নেয়ার সুযোগ পেলেও অনিশ্চয়তায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় দল। অলিম্পিকে তাদের অংশগ্রহণ করার প্রক্রিয়া নিয়ে সংশয় জেগেছে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তাদের মনে।

promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ় নামে আন্তর্জাতিকভাবে কোনও দেশের অস্তিত্ব নেই। এটি একটি ক্রিকেট দল যা ক্যারিবীয় অঞ্চলের ১২টি স্বাধীন দেশের ক্রিকেটারদের নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে জামাইকা, বার্বাডোজ়, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, গায়ানা সহ অন্যান্য দ্বীপরাষ্ট্র।


আরো পড়ুন

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজকে ব্যবহার করছে ক্রিকেটাররা, দাবি লারার

১৮ জুলাই ২৫
ফাইল ছবি

অলিম্পিকে প্রতিটি স্বীকৃত দেশ তাদের নিজস্ব জাতীয় অলিম্পিক কমিটির মাধ্যমে অংশ নেয়। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ় নামে কোনও স্বীকৃত দেশ নেই, সেহেতু তাদের নিজস্ব কোনও জাতীয় অলিম্পিক কমিটি নেই। ফলে অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব।


ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের সভাপতি কিশোর শ্যালো বলেন, 'এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ়ের পক্ষে অলিম্পিকে অংশগ্রহণ করার কোনও রাস্তা খোলা নেই। তবে ২০২৮ অলিম্পিকে আমাদের দেশের তরুণ ক্রিকেটারেরা অংশ নিতে পারবে না, সেটাও হতে পারে না। ক্যারিবীয়রা বরাবর অলিম্পিক্সে দুর্দান্ত সাফল্য পেয়েছে। সেটা এসেছে মূলত অ্যাথলেটিক থেকেই।'


promotional_ad



২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ়ে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রোজেক্ট ডিরেক্টর ক্রিস ডেহরিং বলেন, 'আমরা চাই অলিম্পিকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের প্রতিটি দেশের যে সাফল্য রয়েছে, তার কথা ভেবেই অলিম্পিকে ওয়েস্ট ইন্ডিজ়কে খেলার অনুমতি দেওয়া হোক।'


তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনও সিদ্ধান্ত বা অনুমোদন দেওয়া হয়নি। ফলে দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ়কে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা অনিশ্চিতই থাকছে।


এদিকে একটি সম্ভাব্য বিকল্প পথ হতে পারে ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে একটি যোগ্যতা নির্ধারণী টুর্নামেন্ট আয়োজন করা। যেখানে বিজয়ী দেশটি অলিম্পিকে অংশ নেবে। আইসিসির পক্ষ থেকে এখনো ২০২৮ অলিম্পিকের যোগ্যতা অর্জন প্রক্রিয়া নিয়ে কোনও স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball