বাংলাদেশে আসার জন্য বিসিসিআইকে চাপ দিচ্ছে পাকিস্তান

এশিয়া কাপের সভায় যোগ দিতে বিসিসিআইকে চাপ দিচ্ছে পিসিবি, ফাইল ফটো
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এতে অংশ নিচ্ছে না। বিসিসিআই সূত্রে জানা গেছে, সভার স্থান পরিবর্তন না হলে ভারত সব ধরনের প্রস্তাব ‘বর্জন’ করবে।

promotional_ad

চলতি বছরের সেপ্টেম্বরে ছয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনও নির্দিষ্ট সময়সূচি বা ভেন্যু ঘোষণা করেনি এসিসি। টুর্নামেন্টের স্বাগতিক দেশ হিসেবে নির্ধারিত রয়েছে ভারত। তবে সভার স্থান নিয়ে দুই বোর্ডের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।


আরো পড়ুন

ভারতের ‘কথায়’ বাংলাদেশে আসছে না শ্রীলঙ্কা-আফগানিস্তানও

৩ ঘন্টা আগে
ফাইল ছবি

বিসিসিআইয়ের একটি সূত্র দেশটির গণমাধ্যম এনডিটিভিকে বলেন, 'ঢাকায় সভা হলে এশিয়া কাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত আসা সম্ভব নয়। এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি ভারতের ওপর অপ্রয়োজনীয় চাপ প্রয়োগের চেষ্টা করছেন। আমরা সভার স্থান পরিবর্তনের অনুরোধ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। ঢাকা সভা হলে বিসিসিআই সব প্রস্তাব বর্জন করবে।'


promotional_ad

এসিসির বর্তমান সভাপতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ভারত দাবি করছে সভার স্থান নির্ধারণে রাজনৈতিক প্রভাব রয়েছে। এর আগে বিসিসিআই ও বিসিবি যৌথভাবে ভারতের বাংলাদেশ সফর এক বছর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নিয়ে গেছে।


আরো পড়ুন

মিরপুরে খেলে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ‘ডাউন’ হয়ে গেছে: লিটন

৪৩ মিনিট আগে
সংবাদ সম্মেলনে লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

২০২৩ সালের এশিয়া কাপে পাকিস্তান সফর করেনি ভারত। তখন ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। চলতি বছরও পাকিস্তানে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিলেও ভারত সব ম্যাচ খেলেছে দুবাইয়ে।


এ বছরের মে মাসে বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারত এ বছরের এশিয়া কাপ এবং নারী ইমার্জিং টিম এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছে। এর পেছনে কারণ হিসেবে ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনার প্রসঙ্গ উল্লেখ করা হয়।


তবে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, 'এসব তথ্য কল্পনাপ্রসূত ও ভিত্তিহীন। আমরা এসিসির কোনো আয়োজন থেকে ভারত সরে দাঁড়াচ্ছে—এমন কোনো সিদ্ধান্তে আসিনি বা আলোচনা করিনি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball