শিরোপাজয়ী সাউথ আফ্রিকার প্রাপ্তি ৪৪ কোটি টাকা

আন্তর্জাতিক
শিরোপাজয়ী সাউথ আফ্রিকার প্রাপ্তি ৪৪ কোটি টাকা
শিরোপাজয়ী সাউথ আফ্রিকার প্রাপ্তি ৪৪ কোটি টাকা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অবশেষে কেটে গেল সাউথ আফ্রিকার দীর্ঘ অভিশাপ। ক্রিকেট ইতিহাসের পাতায় প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি ছুঁয়ে দেখল প্রোটিয়ারা। শনিবারের ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিহাস গড়ল তারা। ১৯৯৮ সালের আইসিসি নকআউট ট্রফির পর ২৭ বছর ধরে যে স্বপ্ন ধাওয়া করছিল সাউথ আফ্রিকা, এবার তা বাস্তবে পরিণত হলো।

এই জয়ে বড় অঙ্কের টাকাও পাচ্ছে প্রোটিয়ারা। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কার হবে রেকর্ড পরিমাণ, এমনটা আগেই ঘোষণা দিয়েছিল আইসিসি। সেই অনুযায়ী চ্যাম্পিয়ন দল হিসেবে সাউথ আফ্রিকার ঘরে ঢুকছে ৩.৬ মিলিয়ন ডলার, যা প্রায় ৪৪ কোটি টাকা।

আর রানার্সআপ অস্ট্রেলিয়া পাচ্ছে ২১.৬ লাখ ডলার, যা প্রায় ২৬ কোটি টাকারও বেশি। এই টুর্নামেন্টে অংশ নেয়া প্রতিটি দলই পেয়েছে অর্থ পুরষ্কার। সব মিলিয়ে এবার পুরো টুর্নামেন্টের প্রাইজমানি ৫.৭৬ মিলিয়ন ডলার— যা আগের আসরের চেয়ে দ্বিগুণেরও বেশি।

এটিই ছিল আইসিসির অন্যতম বড় চমক। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থানে শেষ করেছে। তাতে বিসিবির কোষাগারে ঢুকছে ৭ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ৮ কোটি ৭৬ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা ভারত পাচ্ছে ১৪.৪ লাখ ডলার, আর চতুর্থ নিউজিল্যান্ড ঘরে তুলছে ১২ লাখ ডলার। ইংল্যান্ডের প্রাপ্তি ৯.৬ লাখ ডলার। প্রতিটি দেশ তাদের অবস্থান অনুযায়ী ভাগ পেয়ে গেছে ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসর থেকে।

ষষ্ঠ স্থানে শেষ করে শ্রীলঙ্কা পাচ্ছে ৮.৪ লাখ ডলার। অষ্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের প্রাপ্তি ৬ লাখ ডলার। আর সবার নিচে, নবম স্থানে থেকে পাকিস্তান পাচ্ছে মাত্র ৪ লাখ ৮০ হাজার ডলার।

আরো পড়ুন: সাউথ আফ্রিকা