রাবাদার তোপে ২১২ রানে অল আউট অস্ট্রেলিয়া, বিপদে প্রোটিয়ারাও

আন্তর্জাতিক
রাবাদার তোপে ২১২ রানে অল আউট অস্ট্রেলিয়া, বিপদে প্রোটিয়ারাও
প্যাট কামিন্সকে আউট করার পর রাবাদার উচ্ছ্বাস, আইসিসি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনটি বোলারদের। বিশেষ করে বলতে গেলে কাগিসো রাবাদা ও মিচেল স্টার্কের। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে রাবাদার বোলিং তোপে ২১২ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।

অধিনায়ক টেম্বা বাভুমা ৩ ও ডেভিড বেডিংহ্যাম ৮ রান করে অপরাজিত আছেন। অজিদের চেয়ে এখনও ১৬৯ রানে পিছিয়ে সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে বেশ ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল প্রোটিয়ারা। তবে ব্যাটারদের ব্যর্থতায় তাদের দিন ভাগাভাগি করতে হয়েছে প্রায় সমতায়।

ইনিংসের প্রথম ওভারেই বোল্ড হয়ে ফেরেন এইডেন মার্করাম। তিনি কোনো রানই যোগ করতে পারেননি। রায়ান রিকেলটন আউট হয়েছেন ২৩ বলে ১৬ রান করে। উইয়ান মুল্ডার ফিরেছেন ১৬ রান করে। দিনের শেষদিকে ট্রিস্টিয়ান স্টাবস ফিরেছেন ২ রানে। তবে সাউথ আফ্রিকাকে আর কোনো বিপদ হতে দেননি বাভুমা ও বেডিংহ্যাম।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা অজিদের ১০ উইকেটের মধ্যে ৮টিই নিয়েছেন প্রোটিয়া পেসাররা। রাবাদা নিয়েছেন একাই পাঁচ উইকেট। আর তাতেই সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন রাবাদা। ৭১ টেস্টে ১২৯ ইনিংসে রাবাদা নিয়েছেন ৩৩২ উইকেট। আর তাতেই তিনি ছাড়িয়ে গেছেন অ্যালান ডোনাল্ডকে। তিনি নিয়েছিলেন ৩৩০ উইকেট।

এদিন আগে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে ওপেনার উসমান খাওয়াজা (০) ও ১৬ রানে ক্যামেরন গ্রিনকে (৪) তুলে নেয় রাবাদা। জোড়া ধাক্কা সামাল দেয়ার আগেই মার্নাস ল্যাবুশেন ফিরে যান ১৭ রান করে মার্কো জানসেনের শিকার হয়ে। ৪৬ রানে ৩ উইকেট হারানোর পর ট্রাভিস হেডকেও বেশিক্ষণ টিকতে দেননি জানসেন।

পঞ্চম উইকেটে বিউ ওয়েবস্টারকে নিয়ে প্রতিরোধ গড়েন স্টিভ স্মিথ। এই দুজনে যোগ করেন ৭৯ রান। দারুণ খেলতে থাকা স্মিথ ৬৬ রান করে আউট হন এইডেন মার্করামের বলে। রাবাদার তৃতীয় শিকার হয়ে আউট হন ৭২ রান করা ওয়েবস্টার। পরে প্যাট কামিন্স (১) ও মিচেল স্টার্ককেও (১) ফিরিয়ে ১৭ বারের মতো ইনিংসে ৫ উইকেটের স্বাদ নেন রাবাদা। এরপর আর বেশিদূর এগোতে পারেনি অজিরা।

আরো পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল