পরিসংখ্যান ভালো, তাই ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী হ্যাজেলউড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
পরিসংখ্যান ভালো, তাই ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী হ্যাজেলউড
জস হ্যাজেলউড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা,
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দুই বছর আগে চোটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে না পারায় হতাশ হয়েছিলেন জস হ্যাজেলউড। এবার সে আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে। সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন ফাইনালে খেলতে আশাবাদী এই ডানহাতি পেসার।

লর্ডসে আগামী ১১জুন শুরু হতে যাচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল। ভারতের বিপক্ষে ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চোটের কারণে হ্যাজেলউড খেলতে পারেননি। তার জায়গায় স্কট বোল্যান্ড দলে সুযোগ পান এবং ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

হ্যাজেলউড বলেন, 'গত ফাইনালের আগে সেরে ওঠার খুব কাছাকাছি ছিলাম। তবে এবার ভালো অবস্থায় আছি, আমার মনে হয় যে কোনো সংস্করণে গত দুই বছরে আমার পরিসংখ্যান বেশ ভালো। তাই দলে জায়গা পাওয়ার জন্য আমার অনেক রসদ আছে।'

'দক্ষতার দিক থেকে, আমি এখনও মনে করি আমি ক্যারিয়ারের সেরা বোলিং করছি এবং এটা শুধু শরীরের মেনে নেওয়ার বিষয়, যা গত কয়েক মাসে ঠিকই আছে।'

চোট সমস্যায় ভুগলেও সম্প্রতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সফল মৌসুম কাটিয়েছেন হ্যাজেলউড। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার। পুরো আসরে তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন কেবল দুজন বোলার— নুর আহমেদ (২৪) এবং প্রসিধ কৃষ্ণা (২৫)।

গত ডিসেম্বরে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার পর আর কোনো লাল বলের ম্যাচ খেলেননি হ্যাজেলউড। মাঝে শ্রীলঙ্কা সফরে স্পিন সহায়ক উইকেটের কথা বিবেচনায় রেখে তাকে দলে রাখা হয়নি। আইপিএলের সময় কাঁধের সমস্যায় ভুগলেও এখন তিনি পুরোপুরি ফিট।

টেস্টে ফিরে ইংলিশ কন্ডিশনে মানিয়ে নিতে প্রস্তুত হ্যাজেলউড। তার ভাষ্য, 'আইপিএলে পাওয়ার প্লে'র সময় পিচের ৭ থেকে ৯ মিটারের মধ্যে সম্ভবত বল ফেলতাম, স্টাম্পে বল খুব একটা করতাম না যেমনটা টেস্ট ক্রিকেটে যতটা সম্ভব করা যায়, বিশেষ করে ইংল্যান্ডে।'

আরো পড়ুন: জস হ্যাজেলউড