প্রোটিয়াদের বিপক্ষে খেলা হচ্ছে না হারিসের

আন্তর্জাতিক
প্রোটিয়াদের বিপক্ষে খেলা হচ্ছে না হারিসের
বোলিংয়ের সময় হারিস রউফ, পিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র সপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে হারিস রউফকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। চলমান ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন হারিস। এরপরই এই পেসারকে নিয়ে শঙ্কা বাড়তে থাকে।

ম্যাচ শেষেই এমআরআই করানো হয়েছে হারিসের। রিপোর্টে সুখবরই পেয়েছে পাকিস্তান। জানা গেছে এই পেসারের চোট খুব একটা গুরুতর নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও কোনো বাধা থাকছে না এই পেসারের। তবে প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি।

এমআরআই ও এক্স রে রিপোর্টে গুরুতর কিছু না থাকলেও হারিস তার বুকের নীচের অংশে হালকা চাপ অনুভব করছেন। তবে এই সমস্যা সেরে উঠতে খুব বেশি সময় লাগবে না বলেও জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে।

পিসিবি এক বিবৃতিতে বলছে, ‘এমআরআই এবং এক্স-রে স্ক্যানের পর, এটি নিশ্চিত হয়েছে যে হারিস রউফ নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবারের ম্যাচের সময় বুকের নীচে পেশীতে টান অনুভব করেছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করাচিতে অনুষ্ঠিতব্য ম্যাচে এই পেসার খেলবেন না।’ 

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে হেরেছে পাকিস্তান। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে কিউইরা।

এখন দেখার বিষয় পাকিস্তান ও সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচে কোন দল জয় পায়। যারা জিতবে তারাই নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে খেলবে। পাকিস্তান ফাইনালে উঠলেও সেই ম্যাচেও হারিসের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ফলে এটা বড় ধাক্কা হয়েই ধরা দিয়েছে স্বাগতিকদের জন্য।

আরো পড়ুন: হারিস রউফ