নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে সূচি প্রকাশ পিসিবির

আন্তর্জাতিক
নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে সূচি প্রকাশ পিসিবির
বাবর আজম ও টম লাথাম, আইসিসি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আগেই জানা ছিল একটি ত্রিদেশীয় সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারবে পাকিস্তান। আসন্ন এই সিরিজে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। শনিবার এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সিরিজ শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে। আর ফাইনাল ১৪ ফেব্রুয়ারি। সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো হবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটিও হবে সেখানেই।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। স্থানীয় সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচটি। একদিনের বিরতি দিয়ে ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড মাঠে নামবে সাউথ আফ্রিকার বিপক্ষে। সিরিজের এই ম্যাচটি শুধু হবে দিনের বেলায়। বাকি সব ম্যাচই দিবা রাত্রির।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা। আর ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। সিরিজ শুরুর আগে ৬ ফেব্রুয়ারি দুই ভাগে নিউজিল্যান্ড ও পাকিস্তান ফ্লাড লাইটের আলোয় নিজেদের অনুশীলন সারবে। ৯ ফেব্রুয়ারি সাউথ আফ্রিকা দিনের বেলায় অনুশীলন করবে প্রোটিয়ারা।

ত্রিদেশীয় সিরিজের সূচি-

৮ ফেব্রুয়ারি- পাকিস্তান বনাম নিউজিল্যান্ড

১০ ফেব্রুয়ারি- নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা

১২ ফেব্রুয়ারি- পাকিস্তান বনাম সাউথ আফ্রিকা

১৪ ফেব্রুয়ারি- ফাইনাল

আরো পড়ুন: পাকিস্তান