সিপিএলে নাওয়াজের বদলি আব্বাস আফ্রিদি

ফাইল ছবি
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলার কথা ছিল মোহাম্মদ নাওয়াজের। ১৪ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খেলা হচ্ছে না তারকা এই অলরাউন্ডারের। নাওয়াজের বদলি হিসেবে সেন্ট কিটসে যোগ দিচ্ছেন আব্বাস আফ্রিদি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

promotional_ad

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে করাচি কিংসের হয়ে খেলেছেন আব্বাস। দুর্দান্ত বোলিংয়ে ১১ ম্যাচে ডানহাতি এই পেসার নিয়েছেন ১৭ উইকেট। এ ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে ৩ ম্যাচে নিয়েছিলেন দুইটা উইকেট। সম্প্রতি বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচেই খেলেছেন তিনি।


আরো পড়ুন

টসের পরে বৃষ্টিতে ভেসে গেল সাকিবদের ম্যাচ

১৮ আগস্ট ২৫
সাকিব আল হাসান ও ডেভিড ভিসে

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বোলিংয়ের সুযোগ না পাওয়া আব্বাস নিয়েছেন তিনটি উইকেট। বোলিংয়ের পাশাপাশি মোটামুটি ব্যাটিংও করতে পারেন তিনি। পারফরম্যান্সে আলো ছড়িয়ে প্রথমবারের মতো সিপিএলে খেলার সুযোগ পেয়েছেন আব্বাস। তবে নাওয়াজ কেন খেলবেন না সেটা নিশ্চিত করেনি সেন্ট কিটস।


promotional_ad

ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আব্বাস ছাড়াও পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহও খেলবেন। সবশেষ ২০২১ সালে সিপিএলে খেলেছিলেন নাসিম। যেখানে ৭ ম্যাচে ৭.৬৮ ইকনোমি রেটে ৬ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। তাদের দুজনের পাশাপাশি বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার সিপিএলের এবারের আসরে খেলবেন।


আরো পড়ুন

‘এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ হবে না’

১৯ আগস্ট ২৫
বিরাট কোহলির সঙ্গে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরকে দেখা যাবে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। সবমিলিয়ে সিপিএলে ৩৯ ম্যাচে ৫১ উইকেট নিয়েছেন তিনি। ত্রিনবাগোর হয়ে খেলবেন উসমান তারিককে। পিএসএলের ২০২৪ ও ২০২৫ আসরে আলো ছড়িয়ে সিপিএলে দল পেয়েছেন তিনি।


অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্সের হয়ে খেলবেন ইমাদ ওয়াসিম। একই দলের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এদিকে গত বছরের রানার্স আপ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে খেলবেন স্পিন বোলিং অলরাউন্ডার হাসান খানকে। যিনি পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball