আইএল টি-টোয়েন্টির নিলামে নাম দেবেন অশ্বিন

আইএল টি-টোয়েন্টির নিলামে নাম লেখাবেন রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো
ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি আইপিএলসহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অবসরের পর এবার তিনি আগ্রহ দেখিয়েছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) খেলার। সব ঠিকঠাক থাকলে তিনি আসন্ন মৌসুমের নিলামে নাম লেখাবেন।

promotional_ad

আইএল টি-টোয়েন্টির আয়োজকরা ইতোমধ্যেই অশ্বিনের সঙ্গে আলোচনায় আছেন বলে জানা গেছে। লিগটির চতুর্থ মৌসুম আগামী ২ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। বর্তমানে নিলামে নিবন্ধনের প্রক্রিয়া চলছে, যার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।


আরো পড়ুন

অশ্বিনকে দেখা যাবে বিগ ব্যাশে

৬ ঘন্টা আগে
মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে অশ্বিন (এআই জেনারেটেড)

ক্রিকবাজকে অশ্বিন বলেন, 'হ্যাঁ, আমি আইএল টি-টোয়েন্টির আয়োজকদের সঙ্গে কথা বলেছি। নিলামে নাম দিলে আশা করছি কেউ আমাকে দলে নেবে।'


promotional_ad

আগে এই লিগে ড্রাফট পদ্ধতিতে দল গঠন হতো, তবে এবার প্রথমবারের মতো নিলামের মাধ্যমে দল গঠন করা হবে। নিলাম হবে ৩০ সেপ্টেম্বর, দুবাইয়ে।


আরো পড়ুন

দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলবেন মুস্তাফিজ

১২ আগস্ট ২৫
মুস্তাফিজুর রহমান

নিলামে দল পেলে অশ্বিন হবেন প্রথম বড় মাপের ভারতীয় ক্রিকেটার যিনি আইএল টি-টোয়েন্টিতে অংশ নেবেন। এর আগে রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠান ড্রাফটে সুযোগ পেলেও এখনো মাঠে নামেননি। আম্বাতি রাইডু এই লিগে খেলা একমাত্র ভারতীয় ক্রিকেটার।


২০০৯ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলা অশ্বিন ভারতের হয়ে ২৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি আইপিএলে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন দলগুলো হচ্ছে চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। ঘরোয়া পর্যায়ে তামিলনাড়ু এবং টিএনপিএলেও খেলেছেন তিনি।


অশ্বিন ভবিষ্যতে খেলোয়াড় এবং কোচ হিসেবে বিভিন্ন লিগে অংশ নিতে চান। ধারণা করা হচ্ছে, তিনি আগামী বছর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ও ইংল্যান্ডের দ্য হান্ড্রেডেও অংশ নেবেন। ইতোমধ্যে লিগটিতে বিভিন্ন বড় আন্তর্জাতিক তারকারা চুক্তিবদ্ধ হয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball